বন্দী বিনিময় এবং যুদ্ধবিরতি নিয়ে কাতারি আমিরের সাথে বাইডেনের আলোচনা
(last modified Wed, 27 Dec 2023 08:43:33 GMT )
ডিসেম্বর ২৭, ২০২৩ ১৪:৪৩ Asia/Dhaka
  • বাইডেন
    বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি গাজা-ইসরাইল যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তির বিষয় নিয়ে আলোচনা করেছেন। গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ দুটি বিষয় নিয়ে আলোচনার জন্য কাতারে ফোন করেন।

হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হামাসের হাতে থাকা বাকি বন্দীদের জরুরিভিত্তিতে মুক্তি নিশ্চিত করার বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেন।

এদিকে, দোহা থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, কাতারের আমির এবং মার্কিন প্রেসিডেন্ট গাজা-ইসরাইল পরিস্থিতিকে শান্ত করা এবং স্থায়ী যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর বিষয় নিয়ে আলোচনা করেছেন। টেলিফোন সংলাপে দুই নেতা গাজায় মানবিক ত্রাণসামগ্রী পাঠানোর বিষয় নিয়েও আলোচনা করেন।

এদিকে, সিএনএন-এর বরাত দিয়ে টাইমস অব ইসরাইল খবর দিয়েছে যে, নোয়া আর্গামানি নামে এক মার্কিন তরুণী হামাসের হাতে আটক রয়েছে। তার মা লিওরা আর্গামানি ব্রেন ক্যান্সারে আক্রান্ত এবং মৃত্যু শয্যায় শায়িত। মৃত্যুর আগে তিনি তার মেয়েকে একবার দেখতে চান বলে প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি লিখেছেন। এরপর কাতারের আমিরের সাথে বন্দী মুক্তির বিষয় নিয়ে টেলিফোনে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন