‘যুদ্ধ সত্ত্বেও হামাসের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম অক্ষত রয়েছে’
https://parstoday.ir/bn/news/west_asia-i132826-যুদ্ধ_সত্ত্বেও_হামাসের_কমান্ড_অ্যান্ড_কন্ট্রোল_সিস্টেম_অক্ষত_রয়েছে’
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কমান্ড এবং কন্ট্রোল সিস্টেম সম্পূর্ণভাবে অক্ষত রয়েছে এবং তারা সেখান থেকেই ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে। খোদ ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যম এই খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০১, ২০২৪ ২০:২৪ Asia/Dhaka
  • ‘যুদ্ধ সত্ত্বেও হামাসের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম অক্ষত রয়েছে’

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কমান্ড এবং কন্ট্রোল সিস্টেম সম্পূর্ণভাবে অক্ষত রয়েছে এবং তারা সেখান থেকেই ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে। খোদ ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যম এই খবর দিয়েছে।

ইসরাইলি গণমাধ্যম বলছে, প্রায় তিন মাস ধরে গাজায় ইসরাইলি বাহিনী অব্যাহতভাবে বিমান হামলা ও স্থল অভিযান চালালেও হামাসের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ধ্বংস করা সম্ভব হয়নি। ইসরাইলের সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক আমির বোহবোত ‘ওয়ালা নিউজ ওয়েবসাইট’কে বলেন, প্রতিরোধ যোদ্ধারা তাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম হারায়নি।

গতকাল নতুন বছর শুরুর প্রাক্কালে গাজা থেকে ব্যাপকভাবে ইসরাইলের কয়েকটি শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তিনি এ কথা বললেন।

জেনারেল বোহবোত বলেন, গাজা থেকে মিসাইল বৃষ্টি প্রমাণ করে হামাসের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এখনো কার্যকর রয়েছে এবং তারা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম। এ বিশ্লেষক বলেন, বিপুল সংখ্যক ভূগর্ভস্থ স্থাপনা প্রতিরোধকামী যোদ্ধাদের নিয়ন্ত্রণে কারণে হামাসমুক্ত এলাকাগুলোকে পরিষ্কারভাবে চিহ্নিত করা কঠিন।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।