ইহুদিবাদীদের সামরিক ঘাঁটিতে অভিযান চালাতে এবার হুথিদের মহড়া
https://parstoday.ir/bn/news/west_asia-i134102-ইহুদিবাদীদের_সামরিক_ঘাঁটিতে_অভিযান_চালাতে_এবার_হুথিদের_মহড়া
ইহুদিবাদী ইসরাইলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামলার জন্য মহড়া চালিয়েছে হুথি আনসারুল্লা যোদ্ধারা। এমন দাবি করে ইহুদিবাদী ইসরাইলের ইংরেজি দৈনিক ‘টাইমস অব ইসরাইল’ একটি খবর প্রকাশ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০২৪ ১৩:৪৪ Asia/Dhaka
  •  ইহুদিবাদীদের সামরিক ঘাঁটিতে অভিযান চালাতে এবার হুথিদের মহড়া

ইহুদিবাদী ইসরাইলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামলার জন্য মহড়া চালিয়েছে হুথি আনসারুল্লা যোদ্ধারা। এমন দাবি করে ইহুদিবাদী ইসরাইলের ইংরেজি দৈনিক ‘টাইমস অব ইসরাইল’ একটি খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, হুথি যোদ্ধারা এমন একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে যে, তারা ইসরাইলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অভিযানের মহড়া চালাচ্ছে এবং ইসরাইলি সেনাদেরকে জিম্মি করছে।

ইহুদিবাদীদের সামরিক ঘাঁটিতে অভিযান চালাতে হুথিদের মহড়া

পত্রিকাটি দাবি করছে, ব্যারেন পার্বত্যাঞ্চলে হুথিরা গোলাবর্ষণ করছে এবং তারা বহু সংখ্যক ড্রোন থেকে ইসরাইল এবং আমেরিকার পতাকার উপর বোমা ফেলছে। মহড়ায় অংশ নেয়া কমান্ডোদের কেউ কেউ ফিলিস্তিনি পতাকা বহন করছে এবং কিছুক্ষণ পর তারা ইসরাইলের নজরদারি ক্যামেরা এবং পতাকা ধ্বংস করছে। পাশাপাশি ইসরাইলি সেনাদের তাবু তছনছ করছে এবং অবশেষে একটি সামরিক ঘাঁটি উড়িয়ে দিচ্ছে। এই মহড়ায় তিন ব্যক্তিকে ইসরাইলি সামরিক বাহিনীর ইউনিফর্মে দেখা গেছে যাদেরকে বন্দুকের মুখে আটক করা হয়।

গত সাত অক্টোবর ইসরাইলের ভেতরে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদের যোদ্ধারা সামরিক অভিযান চালানোর পর থেকে দখলদার ইসরাইল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। এর প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগর এবং লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা চালাচ্ছে।

এছাড়া, বিশ্বের যেকোন দেশের জাহাজকে ইসরাইলি বন্দরের দিকে যাওয়ার ক্ষেত্রে লোহিত সাগরের পথ নিষিদ্ধ করেছে হুথিরা। এ নিয়ে আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে ইয়েমেনের সামরিক বাহিনীর সংঘর্ষ চলছে। এরমধ্যে হুথি যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়ে যদি সত্যিই মহড়া পরিচালনা করে থাকে তাহলে ধারণা করা যায় যে, হুথি যোদ্ধারা গাজা-ইসরাইল যুদ্ধে আরো বেশি ঘনিষ্ঠভাবে জড়িয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।