দামেস্কের আকাশে গোলান থেকে আসা ড্রোন ভূপাতিত করেছে সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i134312-দামেস্কের_আকাশে_গোলান_থেকে_আসা_ড্রোন_ভূপাতিত_করেছে_সিরিয়া
ইহুদিবাদী ইসরাইল-অধিকৃত গোলান মালভূমি থেকে নিক্ষিপ্ত দু’টি ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা ঘোষণা করেছে সিরিয়া। দেশটির একটি সামরিক সূতের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির রাজধানী দামেস্কের আকাশে শুক্রবার গুলি করে ওই দু’টি ড্রোন ভূপাতিত করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ০৯:৪৩ Asia/Dhaka
  • দামেস্কের আকাশে গোলান থেকে আসা ড্রোন ভূপাতিত করেছে সিরিয়া

ইহুদিবাদী ইসরাইল-অধিকৃত গোলান মালভূমি থেকে নিক্ষিপ্ত দু’টি ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা ঘোষণা করেছে সিরিয়া। দেশটির একটি সামরিক সূতের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির রাজধানী দামেস্কের আকাশে শুক্রবার গুলি করে ওই দু’টি ড্রোন ভূপাতিত করে।

সূত্রটি বলেছে, “স্থানীয় সময় শুক্রবার বেলা ২টার পর গোলান মালভূমির দিক থেকে দু’টি ড্রোন সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দামেস্কের আকাশে এগুলোকে গুলি করে নামায়।”

অধিকৃত গোলান মালভূমি থেকে কে বার কারা দু’টি ড্রোন নিক্ষেপ করেছে তা প্রাথমিকভাবে স্পষ্ট না হলেও দখলদার ইসরাইল সিরিয়ায় আগ্রাসন চালানোর জন্য সাধারণত এই মালভূমিকে ব্যবহার করে। ২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেয়া হলে এই গোলান থেকে দামেস্কের বিরুদ্ধে হামলা জোরদার করেছিল তেল আবিব।

সে সময় সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের কেউ আহত হলে তাকে ইসরাইল-অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে নিয়ে চিকিৎসা দেয়া হতো। এদিকে গত ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় নজিরবিহীন গণহত্যা শুরু করার পর থেকে সিরিয়া দখলদার সেনাদের অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।