ইসরাইলের নাৎসিবাদী এজেন্ডা বাস্তবায়নের পক্ষে কাজ করবে মার্কিন ভেটো
https://parstoday.ir/bn/news/west_asia-i134730-ইসরাইলের_নাৎসিবাদী_এজেন্ডা_বাস্তবায়নের_পক্ষে_কাজ_করবে_মার্কিন_ভেটো
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে তৃতীয় দফায় আমেরিকা ভেটো দিয়ে মূলত ইহুদিবাদী ইসরাইলের নাৎসিবাদী এজেন্ডা বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে। আমেরিকার এই ভেটো দেয়ার বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে হামাস।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১৩:২৫ Asia/Dhaka
  • ইসরাইলের নাৎসিবাদী এজেন্ডা বাস্তবায়নের পক্ষে কাজ করবে মার্কিন ভেটো

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে তৃতীয় দফায় আমেরিকা ভেটো দিয়ে মূলত ইহুদিবাদী ইসরাইলের নাৎসিবাদী এজেন্ডা বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে। আমেরিকার এই ভেটো দেয়ার বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে হামাস।

যুদ্ধবিরতি এবং গাজার নাগরিকদের বহিষ্কারের বিষয়ে ইহুদিবাদী পরিকল্পনা প্রত্যাখ্যান করার দাবিতে গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদে আলজেরিয়া প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবের বিরুদ্ধে অত্যন্ত নির্লজ্জভাবে ভেটো দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড।

এ বিষয়ে হামাস এক বিবৃতিতে বলেছে, "আমরা এই প্রস্তাব পাসের ব্যর্থতাকে ফিলিস্তিনি জনগণকে হত্যা ও বাস্তুচ্যুত করার বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের ইচ্ছা আটকে দেয়ার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করি। এর মধ্যদিয়ে আমেরিকা মূলত দখলদার ইসরাইলের নাৎসিবাদী এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করতে চায়।" 

আমেরিকা এ নিয়ে গাজা আগ্রাসন বন্ধের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে তৃতীয়বারের মতো ভেটো দিল। দেশটি মুখে গাজার বেসামরিক জনগণকে হত্যা করার বিপক্ষে কথা বললেও যুদ্ধ বন্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এর মধ্যদিয়ে নতুন করে তার দ্বিমুখী চরিত্র উন্মোচন করল।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।