মে ০৯, ২০২৪ ০৯:৪১ Asia/Dhaka
  • ইসরাইলি সাঁজোয়া যান
    ইসরাইলি সাঁজোয়া যান

ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিরতির আলোচনাকে দীর্ঘায়িত করছে যাতে তারা এই আলোচনার আড়ালে ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে পূর্ণমাত্রায় আগ্রাসন চালাতে পারে। 

গতকাল (বুধবার) ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাত আল-রিশক এ মন্তব্য করেছেন। তিনি বলেন, আলোচনা ও যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইসরাইল মোটেই আন্তরিক নয়। তারা প্রকৃতপক্ষে যুদ্ধবিরতির আলোচনা চালানোর নাম করে রাফাহ শহরে আগ্রাসন চালিয়ে ক্রসিং পয়েন্ট দখল করতে চায়।

মঙ্গলবার ইহুদিবাদী ইসরাইল ট্যাংক পাঠিয়ে রাফাহ ক্রসিং নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এতদিন এই ক্রসিং গাজার একমাত্র প্রবেশপথ ছিল যার মাধ্যমে আন্তর্জাতিক ত্রাণ সহযোগিতা অবরুদ্ধ গাজা উপত্যকায় পৌঁছাতো।

ইজ্জাত আল-রিশক বলেন, ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির আলোচনা এড়ানোর জন্য বাহুল্য অজুহাত খুঁজছেন এবং হামাস ও মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছেন।

কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীরা সম্প্রতি তিন ধাপের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন যার প্রতিটি ধাপ ৪২ দিন স্থায়ী হবে। 

সম্ভাব্য এই চুক্তিতে বন্দী বিনিময়, গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার, উদ্বাস্তু ফিলিস্তিনিদের ঘরবাড়িতে প্রত্যাবর্তন, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং গাজা উপত্যকার পুনর্গঠনের কথা বলা হয়েছে।

ইহুদিবাদী ইসরাইল সম্ভাব্য এই চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তবে হামাস তা গ্রহণ করেছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ