জুন ১২, ২০২৪ ১৮:০৭ Asia/Dhaka
  • ইয়েমেনে মার্কিন ও ইসরাইলি গুপ্তচর নেটওয়ার্ক আবিষ্কার ও ধ্বংসের পর হুথিদের প্রথম প্রতিক্রিয়া

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের প্রধান সাইয়্যেদ আব্দুল মালিক বদর উদ্দিন আল-হুথি, মঙ্গলবার রাতে ইয়েমেনে একটি মার্কিন ও ইসরাইলি গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংস করার জন্য অভিনন্দন জানিয়ে বলেছেন, এই নেটওয়ার্ক ধ্বংসের ঘটনা আমাদের জন্য অনেক বড় এবং গুরুত্বপূর্ণ বিজয়।

ইয়েমেনি জনগণকে অভিনন্দন জানিয়ে আল-হুথি এই অর্জনের গুরুত্ব সম্পর্কে বলেছেন: এই গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক আমেরিকার ধ্বংসাত্মক এবং ষড়যন্ত্রমূলক চেহারাকে তুলে ধরেছে যার মাধ্যমে তারা অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে থাকে। কিন্তু ইয়েমেনে তাদের সে ক্ষমতা ধ্বংস করে দেয়া হয়েছে।

আনসারুল্লাহর মহাসচিব আরো বলেছেন, আমেরিকা কূটনৈতিক তৎপরতার আড়ালে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার অপব্যবহার করছে।

ইয়েমেনের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধান আবদুল হাকিম হাশেম আল-খিওয়ানি সোমবার ঘোষণা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের গুপ্তচর নেটওয়ার্কের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন: আমেরিকা ও ইসরাইলের গুপ্তচর নেটওয়ার্ক কয়েক দশক ধরে শত্রুর হয়ে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে গুপ্তচরবৃত্তি ও নাশকতার ভূমিকা পালন করে আসছিল।

আল-খিওয়ানি বলেছেন, ইসরাইল-মার্কিন গুপ্তচর নেটওয়ার্কের সাথে সিআইএর সরাসরি যোগাযোগ ছিল।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ