জুন ২২, ২০২৪ ১২:১০ Asia/Dhaka
  • হিজবুল্লাহর ড্রোনের সামনে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হতচকিত হয়ে পড়েছে

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও তার মিত্রদের অতি সাধারণ মানের ড্রোনের কাছে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘ধরা খেয়ে গেছে’ বলে একটি মার্কিন দৈনিক খবর দিয়েছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরাইলের উত্তরাঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থাপনা বিশেষ করে হাইফা শহরের সমুদ্র ও বিমান ঘাঁটির উপর ড্রোন উড়িয়ে তোলা ৯ মিনিটের একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর ওয়াশিংটন পোস্ট এ খবর দিল।

হিজবুল্লাহ বলেছে, তাদের পাঠানো পাইলটবিহীন বিমানটি ইসরাইলের বিস্তীর্ণ অঞ্চলের ভিডিও ধারণ করে নির্বিঘ্নে লেবাননে ফিরে গেছে। ভিডিওটির প্রকাশ ছিল ইহুদিবাদী ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ ও লজ্জার বিষয়।

ওয়াশিংটন পোস্ট লিখেছে, মঙ্গলবার হিজবুল্লাহ ড্রোন থেকে তোলা ভিডিওটি প্রকাশ করার পর ইসরাইল হতবিহ্বল হয়ে পড়েছে।

মার্কিন দৈনিকটির বিশ্লেষণে বলা হয়েছে, হিজবুল্লাহর পাঠানো ড্রোনগুলো যখন ইসরাইলের সামরিক স্থাপনা ও ঘরবাড়িতে আঘাত হানছে তখন স্বাভাবিকভাবেই ইসরাইলের ১০ বছরের পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যখন ইসরাইলের শত্রুরা নতুন নতুন সমরাস্ত্র তৈরি করছে এবং পুরনো অস্ত্রগুলোকে নতুনভাবে ব্যবহার করার কৌশল রপ্ত করছে তখন এ ধরনের ত্রুটিযুক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন।

এদিকে ইসরাইলি দৈনিক হারেতজ এক বিশ্লেষণে লিখেছে, হিজবুল্লাহর ড্রোন শক্তি ইসরাইলের কথিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি মারাত্মক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

এতে বলা হয়েছে, হিজবুল্লাহর অত্যাধুনিক সমরাস্ত্রগুলো এই সংগঠনকে একটি চৌকস সেনাবাহিনীতে পরিণত করেছে যেটি ইসরাইলি সেনাবাহিনী ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর গোয়েন্দা তথ্য সংগ্রহ ও এসব স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে।

হারেতজ সরাসরি স্বীকার করেছে, “হিজবুল্লাহর ড্রোন শক্তি মোকাবিলার সঠিক উপায় এখন পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনী খুঁজে পায়নি। এসব ড্রোন উত্তর ইসরাইলের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং হাজার হাজার ইসরাইলির অন্তরে কাঁপন সৃষ্টি করেছে।”#

পার্সটুডে/এমএমআই/২২                                                

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ