গাজা ও লেবানন যুদ্ধে ইসরাইলের ব্যয় ৬৬ বিলিয়ন ডলার: ফরেন পলিসি
(last modified Tue, 08 Oct 2024 11:14:18 GMT )
অক্টোবর ০৮, ২০২৪ ১৭:১৪ Asia/Dhaka
  • গাজা ও লেবানন যুদ্ধে ইসরাইলের ব্যয় ৬৬ বিলিয়ন ডলার: ফরেন পলিসি

আমেরিকার একটি সাময়িকী পশ্চিম এশিয়া অঞ্চলে যুদ্ধের পেছনে ইহুদিবাদী ইসরাইলের ব্যাপক ব্যয়ের পরিসংখ্যান তুলে ধরেছে।

'ফরেন পলিসি' পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা ও লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার পেছনে দখলদার ইসরাইলের ব্যয়  ৬৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।

'ফরেন পলিসি' পত্রিকার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, গাজা এবং লেবানন যুদ্ধের পেছনে ইসরাইল যে পরিমাণ অর্থ ব্যয় করেছে তা এই অবৈধ রাষ্ট্রটির জিডিপির ১২ শতাংশের সমান।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই বছরের আগস্ট পর্যন্ত গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের নগদ অর্থ ব্যয় হয়েছে ২৬.৩ বিলিয়ন ডলার। এছাড়া এই যুদ্ধ সংক্রান্ত অন্যান্য ব্যয়ের পরিমাণও অনেক বেশি। 

২০২৩ সালের ৭ আগষ্ট থেকে গাজায় সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে দখলদার ইসরাইল। এ পর্যন্ত সেখানে তারা ৪২ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ