গাজা যুদ্ধের ধারাবাহিকতায় ইসরাইলের অভ্যন্তরীণ বিভাজন তীব্র হয়েছে
পার্সটুডে - গাজা যুদ্ধ অব্যাহত থাকার একইসময়ে তেল আবিবের অভ্যন্তরীণ অসন্তোষ এবং মতবিরোধ অনেক বেড়েছে। সেইসাথে ইসরাইলি কর্মকর্তারা একে অপরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আরোপ করে যাচ্ছে।
ইসরাইলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ গাজা যুদ্ধে এই সরকারের হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে বলেছেন: চলমান যুদ্ধে ১১০০০ সৈন্য আহত এবং ৮৯০ জন সৈন্য নিহত হয়েছে। ২৬ অক্টোবর শনিবারও ১৩ জন সৈন্য নিহত হয়েছে এবং এই সরকার এখনই ব্যবস্থা না নিলে আগামীকাল তাদের সাথে আরও ১৩জন নিহত সৈন্য যোগ হবে।
ইসরাইলের সরকার বিরোধী এই নেতা আরও যোগ করেছেন: ১১০০০ সৈন্য আহত এবং ৮৯০ সৈন্য নিহত হওয়ার বিষয়টি আমরা উপেক্ষা করতে পারি না। আমরা কি বলতে পারি যে সবকিছু পরিকল্পনা মতো চলছে?
ইয়ার লাপিদ আরও বলেছেন: বাস্তবতা হচ্ছে, সেনাবাহিনী হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না। সবকিছুরই একটা সীমা আছে; আমরা আর কতটা চেপে রাখা তথ্য মেনে নেব? হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে যদি আপনার সন্দেহ থাকে তাহলে হাসপাতালে গিয়ে খোঁজ নিতে পারেন।
ইসরাইলের বিরোধী দলের এই নেতা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে মন্ত্রিসভার কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন।
হামাসের আল আকসা তুফান অভিযান সম্পর্কে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্যের সময় হামাসের হাতে আটক ইসরাইলিদের পরিবারের একদল সদস্য হট্টগোল করে নেতানিয়াহুর বক্তব্যে বাধা দেন এবং ক্ষোভে ও দুঃখে তার দিকে ছুটে আসেন।
সাম্প্রতিক দিনগুলোতে নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ব্যবধান এবং মতানৈক্য অনেক বেড়েছে এবং গাজা ও লেবাননের যুদ্ধ আরো বেড়ে যাওয়ার কারণে নেতানিয়াহুর সরকার ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে।
এ কারণে ইসরাইলের মন্ত্রিসভার বিরোধী দলগুলো নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার জন্য তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং তাকে মিথ্যাবাদী অভিহিত করে গাজা যুদ্ধ পরিচালনা করতে অক্ষমতার জন্য নেতানিয়াহুকে অভিযুক্ত করেছে।
বাস্তবতা হচ্ছে, অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির এবং গাজা যুদ্ধের কট্টর সমর্থনকারী অর্থমন্ত্রী বেজায়েল স্মোট্রিচসহ নেতানিয়াহুর মন্ত্রিসভায় উগ্র ইহুদিবাদীদের উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপগুলোও তেল আবিবের অভ্যন্তরীণ সংকটকে আরও তীব্র করেছে। ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সামরিক কমান্ডাররা অধিকৃত অঞ্চলে যুদ্ধের পরিণতি এবং এর প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন, কিন্তু উগ্র ইহুদিবাদীরা গাজা ও লেবাননে যুদ্ধ অব্যাহত রাখতে চায়।
নেতানিয়াহুর বিরুদ্ধে হামাসের হাতে আটক ইসরাইলি বন্দীদের পরিবারের অভিযোগ হল অধিকৃত অঞ্চলে অসন্তোষ থামেনি বরং বেড়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী গাজা থেকে হামাসকে বিতাড়িত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে ফিলিস্তিন, লেবাননসহ এ অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলো উল্টো ইসরাইলের ওপর আঘাত হানছে।
যাইহোক, গাজায় অব্যাহত যুদ্ধ ইসরাইলের অভ্যন্তরীণ বিরোধ তীব্র আকার ধারণ করেছে এবং ক্ষয়ক্ষতির ব্যাপারে সরকার যে মিথ্যা কথা বলছে তাও প্রকাশ হয়ে পড়েছে।
হামাসের হাতে আটক বন্দী সমস্যা সমাধানে নেতানিয়াহুর অক্ষমতাও ইসরাইলে ক্ষোভের সৃষ্টি করেছে। মন্ত্রিসভা এবং নেতানিয়াহুর বিরোধীদের মধ্যে মতপার্থক্য বৃদ্ধি, সেইসাথে ইসরাইল জুড়ে বিক্ষোভের কারণে ইহুদিবাদী শাসকগোষ্ঠী কঠিন সংকটে পড়েছে।
সমাজকর্মী এবং ফিলিস্তিনি জনগণের সমর্থকরা ইউরোপ ও আমেরিকা জুড়ে ইহুদিবাদীদের নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে বিশাল সমাবেশ করেছে, যা ফিলিস্তিনি জনগণের অবস্থা সম্পর্কে বিশ্বজনমতকে সচেতন করতে ভূমিকা রাখছে। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।