ইসরাইলের অর্থমন্ত্রীর বক্তব্য আপোষকারীদের জন্য চপেটাঘাত: ইসলামী জিহাদ
পার্সটুডে- ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন 'ইসলামী জিহাদ' এক বিবৃতিতে বলেছে, পশ্চিম তীর দখলের বিষয়ে ইহুদিবাদী ইসরাইলের অর্থমন্ত্রীর বক্তব্য আপোষকারীদের জন্য আরেকটি চপেটাঘাত। পার্সটুডে এ তথ্য জানিয়েছে।
'ইসলামী জিহাদে'র বিবৃতিতে আরও বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মর্টিচ রিয়াদে আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ সম্মেলনের একই সময়ে পশ্চিম তীরকে দখলকৃত অঞ্চলের সাথে যুক্ত করার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাই প্রমাণ করে ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন ও যুদ্ধ থামবে না।
ইসলামী জিহাদ আরও বলেছে, দখলদার মন্ত্রীর এই ঘোষণার মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে দখলদারদের সাথে আপোষকারীরা ভুল করেছে, তারা দশকের পর দশক ধরে তাদের সঙ্গে সহযোগিতা করলেও কোনো অর্জন নেই।
ইহুদিবাদী ইসরাইলের বর্তমান অর্থমন্ত্রী অনেক আগে থেকেই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছে। একই সঙ্গে পশ্চিম তীরকে দখল করার পরিকল্পনা পেশ করেছে। তিনি ঘোষণা করেছেন, আগামী ২০২৫ সালে পশ্চিম তীরকে দখলে নিয়ে ইসরাইলের অংশ হিসেবে ঘোষণা করা হবে। #
পার্সটুডে/এসএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।