ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের পক্ষপাতিত্বের জবাবে ড. বেলায়েতি
https://parstoday.ir/bn/news/west_asia-i144164-ইউক্রেন_ইস্যুতে_পশ্চিমাদের_পক্ষপাতিত্বের_জবাবে_ড._বেলায়েতি
পার্সটুডে-ইসলামী বিপ্লবের নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ইউক্রেন যুদ্ধ এবং এই যুদ্ধের নয়া পরিস্থিতি সম্পর্কে বলেছেন: পশ্চিমারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ইউরোপের বৃহত্তম দেশটিকে বলি দিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ২৪, ২০২৪ ১৭:৩০ Asia/Dhaka
  • ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের পক্ষপাতিত্বের জবাবে ড. বেলায়েতি
    ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের পক্ষপাতিত্বের জবাবে ড. বেলায়েতি

পার্সটুডে-ইসলামী বিপ্লবের নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ইউক্রেন যুদ্ধ এবং এই যুদ্ধের নয়া পরিস্থিতি সম্পর্কে বলেছেন: পশ্চিমারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ইউরোপের বৃহত্তম দেশটিকে বলি দিয়েছে।

বিশ্ব ইসলামী জাগরণ ফোরামের মহাসচিব ডঃ বেলায়েতি এক কথোপকথনে ওই মন্তব্য করেন। তিনি আরও বলেন: ইউক্রেন এবং রাশিয়ার ক্ষেত্রে, এটা বলা উচিত যে পশ্চিমাদের অভ্যাস হল যতটা সম্ভব তাদের প্রতিদ্বন্দ্বীর সাথে সরাসরি সংঘর্ষ এড়ানো। এ কারণেই বিভিন্ন দেশে তারা তাদের প্রতিদ্বন্দ্বীদের সাথে লড়াই করার জন্য অন্যদেরকে প্ররোচিত করার চেষ্টা করে যাতে নিজেরা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত না হয়। বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, ডঃ বেলায়েতি বলেছেন: পশ্চিমারা ইউক্রেনের মতো একটি গুরুত্বপূর্ণ দেশে আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানহীন একজন উচ্চাভিলাষী ব্যক্তিকে নিয়োগ করে রাশিয়ার বিরুদ্ধে উস্কে দিয়েছে।

ড. বেলায়েতি সুস্পষ্টভাবে বলেন: জেলেনস্কি দায়িত্ববোধ ছাড়াই একটি সমৃদ্ধ দেশ পরিচালনা করছেন এবং পশ্চিমারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ইউরোপের বৃহত্তম দেশটিকে বলি দিয়েছে।

বেলাযয়েতি আরও বলেন যে আন্তর্জাতিক দৃশ্যপট গুরুত্বপূর্ণ পরিবর্তনের দ্বারপ্রান্তে রয়েছে। প্রথমত আমেরিকায় সরকার পরিবর্তন এবং নতুন সরকার আসার কারণে ভিন্ন দৃষ্টিভঙ্গির সূচনা হয়েছে। এ কারণে ইউক্রেনের প্রতি মার্কিন সাহায্য কমে গেছে এবং মনে হচ্ছে কিয়েভ ব্যর্থ হবে।

অপরদিকে পশ্চিম এশিয় অঞ্চলে, যেখানে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিন ও এ অঞ্চলের নিপীড়িত জনগণের বিরুদ্ধে কঠোর গণহত্যা চালিয়েছে, তাদের মদদদাতাদের ভবিষ্যদ্বাণী সত্ত্বেও তেলআবিব দুর্বল হয়ে পড়েছে এবং অনতিবিলম্বে নেতানিয়াহু নামক রক্তপিপাসুর রাজনৈতিক জীবন তথা ক্ষমতার পতন ঘটবে। অপরদিকে প্রতিরোধ শক্তির বিজয় হবে।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।