ইরানের সঙ্গে কূটনীতি ছাড়া ওয়াশিংটনের আর কোন বিকল্প নেই: পাকিস্তানি বিশ্লেষক
(last modified Wed, 09 Apr 2025 10:40:33 GMT )
এপ্রিল ০৯, ২০২৫ ১৬:৪০ Asia/Dhaka
  • • পাকিস্তানের কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান এবং পারমাণবিক বিশেষজ্ঞ জাফর নেওয়াজ জসপাল
    • পাকিস্তানের কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান এবং পারমাণবিক বিশেষজ্ঞ জাফর নেওয়াজ জসপাল

পার্সটুডে-পাকিস্তানি একজন পরমাণু বিশেষজ্ঞ মার্কিন প্রেসিডেন্টকে ইরানের প্রতি একনায়কত্ব এড়িয়ে চলার ব্যাপারে সতর্ক করেছেন।

সোমবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন: শনিবার ওমানে ইরান ও আমেরিকার উচ্চ পদস্থ কর্মকর্তা পর্যায়ে পরোক্ষ আলোচনার জন্য মিলিত হবে। পার্সটুডে আরও জানায়, পাকিস্তানের কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান এবং পরমাণু বিশেষজ্ঞ ড. জাফর নওয়াজ জসপাল বলেন, "তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমান অবনতিশীল পরিস্থিতির জন্য কূটনীতির দিকে ঝুঁকতে হবে। কারণ হিসেবে তিনি বলেন, ইরানিরা মার্কিন সামরিক হুমকির কাছে আত্মসমর্পণ করবে না। অতএব, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই স্বৈরাচার এবং সামরিক পন্থা এড়িয়ে চলতে হবে।"

পাকিস্তানি এই বিশেষজ্ঞ সেদেশের সংবাদপত্র 'দ্য অবজারভার'-এ একটি ফিচারে লিখেছেন। 'পর্দার আড়ালে কূটনীতি এবং ইরান পারমাণবিক চুক্তি' শিরোনামের ওই নিবন্ধে তিনি লিখেছেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্য এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সাথে সহযোগিতা অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন: 'ইরানের সমৃদ্ধকরণের অগ্রগতি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে এর সম্ভাব্য ক্ষমতা ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করে তুলেছে।'

পাকিস্তানি এই রাজনৈতিক ভাষ্যকার বলেন: প্রকৃতপক্ষে, ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণের চেয়ে পারমাণবিক চুক্তি একটি পছন্দনীয় নির্বাচন। তা না হলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন যেকোনো আক্রমণ দেশটির পারমাণবিক নীতিতে পরিবর্তন নিয়ে আসতে পারে।

মার্কিন প্রেসিডেন্টের সামরিক হুমকির বিরুদ্ধে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীসহ ইরানের রাজনৈতিক ও সামরিক বাহিনীর অবস্থান সম্পর্কে জাফর নেওয়াজ জাসপাল জোর দিয়ে বলেন: ইরান ট্রাম্প প্রশাসনের সামরিক হুমকির কাছে আত্মসমর্পণ করবে না বরং যে-কোনো সামরিক অভিযানের প্রতিশোধ নিতে তারা প্রস্তুত। সুতরাং শান্তিপূর্ণ সকল সম্ভাবনাকে কাজে লাগাতে হবে এবং শান্তিপূর্ণভাবেই উত্তেজনার সমাধান করতে হবে।

পাকিস্তানি এই অধ্যাপক জোর দিয়ে বলেন: নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকির ওপর নির্ভর করার পরিবর্তে  ট্রাম্পের উচিত ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক প্রক্রিয়া শুরু করা। কেননা কেবলমাত্র এই পন্থাতেই পশ্চিম এশিয়ায় একটি ধ্বংসাত্মক যুদ্ধ রোধ করা যেতে পারে।#

পার্সটুডে/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।