ইরাকের কুর্দিস্তানে মোসাদের উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: ইরাকি রাইটস মুভমেন্ট
-
ইরাকের কুর্দিস্তানে মোসাদের উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: ইরাকি রাইটস মুভমেন্টের সদস্য
পার্সটুডে-ইরাকি রাইটস মুভমেন্টের একজন সদস্য সেদেশের কুর্দিস্তান অঞ্চলে "মোসাদ" নামে পরিচিত ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থার উপস্থিতির কথা ঘোষণা করেছেন।
ইরাকি রাইটস মুভমেন্টের সদস্য "সাবাহ আল-আকিলি" সোমবার ইরাকি আল-মা'লুমা নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন: ইরাকি কুর্দিস্তান অঞ্চলে মোসাদ এবং আমেরিকার সদর দপ্তরের উপস্থিতির লক্ষ্য এই দেশকে ক্ষতিগ্রস্ত করা। এই অঞ্চলের কিছু দল মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইরাকের অভ্যন্তরে সংকট তৈরির দিকে ঠেলে দিচ্ছে। পার্সটুডে আরও জানায়, আল-আকিলি বলেছেন: ইরাকি কুর্দিস্তান অঞ্চলে মোসাদের সদর দপ্তর রয়েছে এবং এই দফতরের উপস্থিতি ইরাকি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
তিনি আরও বলেন: ইরাকি কুর্দিস্তান অঞ্চলে বিরোধী দল রয়েছে যারা ইরাক এবং সমগ্র রাজনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা ইরাকি ভূখণ্ডে আমেরিকা-ইহুদিবাদী স্বার্থ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য অভ্যন্তরীণ বিভাজন এবং বিরোধ তৈরি করতে চায়।
আল-আকিলি জোর দিয়ে বলেন: "ইরাকি কুর্দিস্তান অঞ্চলের কিছু দল আমেরিকার কিছু রাজনীতিবিদকে মন্তব্য করতে এবং ইরাককে হুমকি দিতে উস্কে দিয়ে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চাচ্ছে। এই পরিস্থিতি কুর্দিস্তান অঞ্চল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইহুদিবাদী মিত্রদেরই স্বার্থ রক্ষা করবে বলে তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/এনএম/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।