ইসরায়েলি সেনাবাহিনীতে নতুন মহামারি: আরেক সেনা কর্মকর্তার আত্মহত্যা
- 
					
									ইসরায়েলি সেনাবাহিনীতে নতুন মহামারি: আরেক সেনা কর্মকর্তার আত্মহত্যা  
পার্সটুডে- হিব্রু ভাষার পত্রিকা "হারেৎজ" এই তথ্য ফাঁস করে দিয়েছে যে, ইসরায়েলি বিমানবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যা-অভিযানে অংশগ্রহণের কারণে সৃষ্ট মানসিক চাপের ফলে কয়েক সপ্তাহ আগে আত্মহত্যা করেছে। এই কর্মকর্তা গাজা যুদ্ধে সবচেয়ে দক্ষ ড্রোন অপারেটরদের একজন হিসেবে পরিচিত ছিল।
ইহুদিবাদী ইসরায়েলি শাসনযন্ত্রের সামরিক সূত্র অনুযায়ী, এই কর্মকর্তা ইসরায়েলি সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র কর্মকর্তাদের একজন। গত কয়েক মাস ধরে তিনি মনোরোগ বিশেষজ্ঞদের অধীনে ছিলেন। বহুমুখী যুদ্ধে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে মানসিকভাবে অসুস্থ হওয়ার পরও তাকে চাকরিতে বহাল রাখা হয়েছিল।
হারেৎজ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোন ইউনিটের অনেক সদস্য নৈতিক ও মানসিক সংকটে ভুগছেন। ওই ইউনিটের আরেকজন অপারেটর জানান, “আমাকে নিটসারিম সড়কের কাছাকাছি দু’জনকে লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরে জানা যায়, তারা দুই শিশু, হয়তো খাবার খুঁজছিল। প্রথমে বিষয়টি নিয়ে উদাসীন ছিলাম, কিন্তু কিছুদিন পর থেকে চোখ বন্ধ করলেই তাদের মুখ দেখতে পাই। আমি লজ্জা অনুভব করি—আমি আর আগের মতো মানুষ নই।”
ইহুদিবাদী সেনাবাহিনীর এক চিকিৎসা কর্মকর্তা স্বীকার করেছেন যে, এই আত্মহত্যার ঘটনা সেনা সদস্যদের মানসিক সমস্যা ও তা নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রমাণ বহন করে।
ইহুবাদী ইসরায়েল বিষয়ক বিশেষজ্ঞ ইমাদ আবু ইমাদ বলেন, গত এক বছরে ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার হার অনেক বেড়ে গেছে, এটা সেনাবাহিনীর গভীর অভ্যন্তরীণ সংকটের প্রতিফলন। তিনি জানান, এই আত্মহত্যার মূল কারণ হলো গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ। এর পরিণতিতে এসব ঘটনা ঘটছে।
আবু ইমাদ আরও বলেন, সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এ বছর আত্মহত্যার হার গত বছরের তুলনায় ২০০ থেকে ৩০০ শতাংশ বেড়েছে। গণমাধ্যমে যা প্রকাশিত হয়, তা পুরো সত্যের সামান্য অংশমাত্র।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গত ১৮ মাসে ২৭৯ জন ইসরায়েলি সেনা সদস্য আত্মহত্যা করেছে।#
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।