আগস্টে সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা আবার শুরু হতে পারে: জাতিসংঘ
(last modified Sat, 23 Jul 2016 11:50:54 GMT )
জুলাই ২৩, ২০১৬ ১৭:৫০ Asia/Dhaka
  • স্ট্যাফান ডি মিস্তুরা
    স্ট্যাফান ডি মিস্তুরা

সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা আবার শুরু করার লক্ষ্যে একটি তারিখ নির্ধারণের জন্য জোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা বলেছেন, “আমরা আগস্ট মাসে জেনেভায় সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা আবার শুরু করার একটি উপযুক্ত তারিখ নির্ধারণের চেষ্টা করছি।”

তিনি বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ারের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের আরো জানান,  সিরিয়া বিষয়ক আলোচনার শুরুর পাশাপাশি দেশটির সহিংসতা কমিয়ে আনার ক্ষেত্রে আগামী তিন সপ্তাহ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমেরিকা ও রাশিয়ার মধ্যকার আলোচনার ফলাফল সিরিয়া সংকট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন মিস্তুরা। তিনি বলেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কিছু ‘কঠোর পদক্ষেপ’ নিতে সম্মত হয়েছে ওয়াশিংটন ও মস্কো।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভবিষ্যত প্রশ্নে এখনো আমেরিকা ও রাশিয়ার মধ্যে তীব্র মতবিরোধ রয়ে গেছে। ওয়াশিংটন বলছে, সিরিয়া বিষয়ক শান্তি প্রচেষ্টায় ফল পেতে হলে আসাদকে পদত্যাগ করতে হবে। রাশিয়া এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, প্রেসিডেন্ট আসাদ সন্ত্রাসবাদের কবল থেকে নিজের দেশকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন।

এ সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় সংঘর্ষরত সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩

ট্যাগ