সিরিয়ায় ইরান, রাশিয়া ও তুরস্কের সাহায্য চাইল জাতিসংঘ
(last modified Mon, 27 Mar 2017 00:45:22 GMT )
মার্চ ২৭, ২০১৭ ০৬:৪৫ Asia/Dhaka
  • স্ট্যাফান ডি মিস্তুরা
    স্ট্যাফান ডি মিস্তুরা

সিরিয়ায় চলমান যুদ্ধবিরতি ধরে রাখার জন্য ইরান, রাশিয়া ও তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি স্ট্যাফান ডি মিস্তুরা তেহরান, মস্কো ও আঙ্কারার কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানিয়েছেন।

দামেস্ক ও হামায় উগ্র জঙ্গিরা সরকারি অবস্থানে হামলা চালানোর ফলে ওই যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে।২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর এই প্রথম দেশটিতে টানা প্রায় তিন মাস যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। 

ডি মিস্তুরার দফতর জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্ক এবং মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এ ব্যাপারে সিরিয়া সরকারের মিত্র ইরান ও রাশিয়া এবং বিদ্রোহীদের পৃষ্ঠপোষক তুরস্কের সহযোগিতা চেয়েছেন।

গত ডিসেম্বরে এই তিন দেশের সহযোগিতায় সিরিয়ায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর এই তিন দেশেরই মধ্যস্থতায় কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে তিন বার শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। ডিসেম্বরে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দেয়া এবং জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি আলোচনা আবার শুরু করা ছিল আস্তানা বৈঠকগুলোর মূল লক্ষ্য।

ইরান, রাশিয়া ও তুরস্ককে লেখা চিঠিতে ডি মিস্তুরা আরো বলেছেন, দামেস্ক ও হামার কাছে যে সহিংসতা শুরু হয়েছে তার ফলে সিরিয়ার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হবে। সেইসঙ্গে এর ফলে মানবিক ত্রাণ তৎপরতা ব্যহত হওয়ার পাশাপাশি দেশটির রাজনৈতিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। তিনি এই তিন দেশকে যুদ্ধবিরতি ধরে রাখার লক্ষ্যে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭

ট্যাগ