ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েল যে দু'টি চ্যালেঞ্জের মুখোমুখি
https://parstoday.ir/bn/news/west_asia-i154530-ইরানের_বিরুদ্ধে_১২_দিনের_যুদ্ধের_পর_ইসরায়েল_যে_দু'টি_চ্যালেঞ্জের_মুখোমুখি
পার্সটুডে- গত ২৭ নভেম্বর মিডল ইস্ট আইয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে ইহুদিবাদী ইসরায়েলি শাসনব্যবস্থা এবং ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর তেল আবিবের সামনে কয়েকটি চ্যালেঞ্জ তুলে ধরেছে।
(last modified 2025-11-29T14:36:53+00:00 )
নভেম্বর ২৯, ২০২৫ ১৬:৫৫ Asia/Dhaka
  • ইরানের সঙ্গে ১২ দিনের পর অধিকৃত অঞ্চলে যুদ্ধের ধ্বংসাবশেষ
    ইরানের সঙ্গে ১২ দিনের পর অধিকৃত অঞ্চলে যুদ্ধের ধ্বংসাবশেষ

পার্সটুডে- গত ২৭ নভেম্বর মিডল ইস্ট আইয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে ইহুদিবাদী ইসরায়েলি শাসনব্যবস্থা এবং ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর তেল আবিবের সামনে কয়েকটি চ্যালেঞ্জ তুলে ধরেছে।

পার্সটুডে অনুসারে, মিডল ইস্ট আই ওয়েবসাইটের প্রতিবেদনে অধিকৃত ফিলিস্তিনে দুটি যুগপত সংকটের চিত্র উপস্থাপন করা হয়েছে:

১. ইরানের বিরুদ্ধে আরোপিত যুদ্ধের পর ধীর এবং চ্যালেঞ্জিং পুনর্গঠন

২. অভিজাত এবং তরুণ পেশাদারদের অভিবাসনের একটি বিশাল ঢেউ

পুনর্গঠনের চ্যালেঞ্জ

দ্যমার্কার সংবাদপত্রের মতে ইরানের সাথে ১২ দিনের যুদ্ধ শেষ হওয়ার পাঁচ মাস পরেও ইসরায়েল এখনও এর ব্যাপক পরিণতির লড়াই করছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে প্রায় ৭০০ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে এবং সরকারি কর্মকর্তারা এখনও এই ধ্বংসপ্রাপ্ত সম্পত্তিগুলো পুনর্নির্মাণের উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন।

ইহুদিবাদী শাসনব্যবস্থার মন্ত্রিসভা সম্প্রতি ক্ষতিগ্রস্ত বাড়িগুলো ধ্বংস এবং পুনর্নির্মাণের জন্য একটি পরিকল্পনা উপস্থাপন করেছে; এই পরিকল্পনা বাসিন্দাদের হয় নতুন অ্যাপার্টমেন্টে স্থানান্তরিত করার অনুমতি দিতে হবে অথবা তাদের নতুন মূল্যে বিক্রি করার অনুমতি দিতে হবে। তবে, ধর্মীয় দলগুলোর সাথে রাজনৈতিক মতবিরোধ - যারা পূর্বে হারেদি যুবদের নিয়োগের বিষয়টি নিয়ে জোট থেকে বেরিয়ে এসেছিল - পরিকল্পনার অনুমোদনকে সন্দেহজনক করে তুলেছে। হাইফাসহ কিছু এলাকার বাসিন্দারা বলছেন যে পুনর্গঠন প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে এবং এমনকি লুটপাটের খবরও পাওয়া গেছে। "ক্ষতি কেবল রকেটটি পড়ার দিনই শেষ হয়নি; এটি এখনও চলছে," একজন বাসিন্দা বলেছেন।

পরিসংখ্যান অনুসারে,সম্পত্তি কর কর্তৃপক্ষের কাছে এখন পর্যন্ত প্রায় ৫০,০০০ ক্ষতির দাবি দাখিল করা হয়েছে, যার মধ্যে ৩৯,০০০ ঘরবাড়ি সম্পর্কিত। ইসরায়েলি মিডিয়া অনুমান করেছে যে মোট ক্ষতি প্রায় পাঁচ বিলিয়ন শেকেল ($১.৫৩ বিলিয়ন)।

অভিজাত অভিবাসন

ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ২০০,০০০ মানুষ অধিকৃত ফিলিস্তিন ছেড়ে চলে গেছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি নতুন গবেষণায় দেখা গেছে যে এই অভিবাসীদের একটি বড় অংশ উচ্চ অর্থনৈতিক শ্রেণীর তরুণ। গত বছর প্রায় ৯০০ জন ডাক্তার, ১৯ হাজারের বেশি বিশ্ববিদ্যালয় স্নাতক এবং ৩ হাজারের বেশি প্রকৌশলী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে চলে গেছেন। প্রতিবেদন অনুসারে, অভিবাসীদের ৭৫ শতাংশের বয়স ৪০ বছরের কম।

এই প্রবণতা ইসরায়েলি স্বাস্থ্য ব্যবস্থার জন্য উদ্বেগজনক যা ইতিমধ্যেই ডাক্তারের তীব্র ঘাটতির মুখোমুখি। অনুমান দেখায় যে গত বছরই সরকার অভিবাসনের কারণে ব্যক্তিগত কর রাজস্ব থেকে প্রায় ১.৫ বিলিয়ন শেকেল ($৪৫৯ মিলিয়ন) হারিয়েছে।

যদি এই প্রবণতা অব্যাহত থাকে তাহলে ইসরায়েল 'প্রয়োজনীয় মানব পুঁজির ক্ষতির কারণে গুরুতর সামষ্টিক অর্থনৈতিক পরিণতির' মুখোমুখি হতে পারে। প্রযুক্তি খাতও একই রকম অভিবাসনের সম্মুখীন হচ্ছে;শুধুমাত্র গত বছরই ৮ হাজারের বেশি প্রযুক্তি পেশাদার মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং জার্মানিতে অভিবাসিত হয়েছেন।#

পার্সটুডে/এমবিএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।