লেবানন হচ্ছে ইসলাম ও খ্রিস্টধর্মের মধ্যে সেতুবন্ধন: পোপকে হিজবুল্লাহর চিঠি
https://parstoday.ir/bn/news/west_asia-i154574-লেবানন_হচ্ছে_ইসলাম_ও_খ্রিস্টধর্মের_মধ্যে_সেতুবন্ধন_পোপকে_হিজবুল্লাহর_চিঠি
পার্সটুডে- ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবানন সহাবস্থান, প্রতিরোধ এবং ইসরায়েলি আগ্রাসনের মোকাবিলার ওপর আবারও গুরুত্ব আরোপ করেছে।
(last modified 2025-11-30T13:57:44+00:00 )
নভেম্বর ৩০, ২০২৫ ১৭:১৭ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ (বামে) ও পোপ লিও (ডানে)
    সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ (বামে) ও পোপ লিও (ডানে)

পার্সটুডে- ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবানন সহাবস্থান, প্রতিরোধ এবং ইসরায়েলি আগ্রাসনের মোকাবিলার ওপর আবারও গুরুত্ব আরোপ করেছে।

বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের নেতা পোপ লিও'র লেবানন সফরের প্রাক্কালে হিজবুল্লাহ তার উদ্দেশে একটি আনুষ্ঠানিক চিঠি প্রকাশ করেছে। পার্সটুডে জানিয়েছে, এই চিঠিতে পোপকে স্বাগত জানিয়ে লেবাননের ধর্মীয় বৈচিত্র্য, সহাবস্থান ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দেওয়া হয়েছে। হিজবুল্লাহ লেবাননকে ইসলাম ও খ্রিস্টধর্মের মধ্যে এবং বিভিন্ন সংস্কৃতি ও মতাদর্শের মধ্যে সেতুবন্ধন হিসেবে বর্ণনা করেছে।

হিজবুল্লাহ পোপ জন পল দ্বিতীয়ের সেই মন্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়েছে, যেখানে তিনি লেবাননকে “শুধু একটি দেশ নয়, বরং একটি বার্তা” বলে উল্লেখ করেছিলেন। চিঠিতে বলা হয়েছে, লেবানন বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মধ্যে যোগাযোগ স্থাপনে বিশেষ ভূমিকা পালন করে। এরপর চিঠিতে মানবাধিকার লঙ্ঘনের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে বলা হয়েছে, এসব ক্ষেত্রে অবহেলাই আধিপত্যবাদ ও সহিংসতার পথ প্রশস্ত করেছে।

চিঠির একটি বড় অংশ ফিলিস্তিন ও লেবাননের পরিস্থিতি নিয়ে। হিজবুল্লাহ গাজায় ঘটে যাওয়া মানবিক বিপর্যয়কে “স্পষ্ট গণহত্যা” এবং লেবাননে ইসরায়েলের কার্যক্রমকে “অগ্রহণযোগ্য আগ্রাসন” হিসেবে বর্ণনা করেছে, যা তারা সম্পদ-ভূমি দখলের ইসরায়েলি প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেছে। একই সঙ্গে বলা হয়েছে, ইসরায়েলের প্রতি শক্তিধর দেশগুলোর সমর্থন অঞ্চলটির জনগণের অধিকার লঙ্ঘনের সামিল।

চিঠিতে আরও বলা হয়েছে, হিজবুল্লাহ লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা, সম্মিলিত গণতন্ত্র ও সহাবস্থানের পরিবেশ রক্ষা এবং যেকোনো আগ্রাসন বা দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের প্রতি অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি তারা এমন সব বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেছে যা লেবাননের স্বাধীনতাকে হুমকিগ্রস্ত করে।

চিঠিতে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যকার অভিন্ন মূল্যবোধের ওপর জোর দেওয়া হয়েছে এবং হযরত ঈসা (আ.)–এর অনুসারীদের ভালোবাসার দূত ও মানবাধিকারের রক্ষক হিসেবে বর্ণনা করা হয়েছে। হিজবুল্লাহ পোপের প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি যেন লেবানন সফরের সময় ইসরায়েলি নৃশংসতা ও অবিচারের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেন এবং লেবাননের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

পোপ লিও চতুর্দশ তুরস্ক থেকে তার সফর শুরু করেছেন এবং তিনি আজই লেবাননে পৌঁছাবেন বলে কথা রয়েছে।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।