শান্তি আলোচনা আবার শুরু করতে প্রস্তুত সিরিয়া
(last modified Sun, 24 Jul 2016 13:03:35 GMT )
জুলাই ২৪, ২০১৬ ১৯:০৩ Asia/Dhaka
  • শান্তি আলোচনা আবার শুরু করতে প্রস্তুত সিরিয়া

সিরিয়ার চলমান সংকট সমাধানের লক্ষ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তি আলোচনা আবার শুরু করতে দামেস্ক প্রস্তুত রয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

আজ (রোববার) সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, পূর্বশর্ত এবং বিদেশি হস্তক্ষেপ ছাড়াই সিরিয়ার বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যেতে দামেস্ক প্রস্তুত রয়েছে। সিরিয়ার সংঘর্ষ অবসানে একটি রাজনৈতিক সমাধান বের করতে দেশটির সরকার সব সময় ইচ্ছা প্রকাশ করে আসছে।

আগামী মাসে জেনেভায় নতুন করে সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা আবার শুরু হবে বলে চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিলেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা। এরই পরিপ্রেক্ষিতে দামেস্ক নিজের প্রস্তুতির কথা জানান দিল বলে মনে করা হচ্ছে।

গত ১৩ এপ্রিল জাতিসংঘের তত্ত্বাবধানে সিরিয়ায় যুদ্ধে লিপ্ত পক্ষগুলো সর্বশেষ আলোচনায় মিলিত হয়েছিল। তবে বিদেশি মদদপুষ্ট সিরিয়ার প্রধান বিরোধী দল আলোচনা ত্যাগ করে এবং সিরিয়া সরকারের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর ঘোষণা দেয়। এর পরিপ্রক্ষিতে কোনো ফলাফল ছাড়াই সেই আলোচনা শেষ হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৪

ট্যাগ