ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় হামলা চালানো বন্ধ করতে ইসরাইলকে বাধ্য করুন
(last modified Thu, 24 Oct 2024 12:08:59 GMT )
অক্টোবর ২৪, ২০২৪ ১৮:০৮ Asia/Dhaka
  • ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় হামলা চালানো বন্ধ করতে ইসরাইলকে বাধ্য করুন

ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়ার ওপর লাগাতার আগ্রাসন বন্ধ করার জন্য ইহুদিবাদী ইসরাইলকে বাধ্য করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

গতকাল (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এই আহ্বান জানান ইরানি রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি। ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় যখন ইসরাইল বর্বর আগ্রাসন চালাচ্ছে তখন ইরানি রাষ্ট্রদূত এই আহ্বান জানালেন।

তিনি বলেন, আমরা আবারো আহ্বান জানাই যে, দখলদার ইসরাইলকে গাজা, লেবানন এবং সিরিয়ায় তার আগ্রাসন এবং নৃশংসতামূলক অপরাধ বন্ধ করতে বাধ্য করার জন্য দ্রুত ও চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে। এছাড়া, ইসরাইল যাতে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের সাথে সহযোগিতা করে তা নিশ্চিত করতে হবে।

আমির সাঈদ ইরভানি বলেন, "আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ইহুদিবাদী ইসরাইল আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি গুরুতর এবং অনস্বীকার্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দখলদারদের লাগাতার সন্ত্রাসী কর্মকাণ্ড এই অঞ্চলকে পূর্ণ মাত্রার যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে।"#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৪

ট্যাগ