সুন্নি মুসলমানদের পবিত্রতা রক্ষায় ইরানের পদক্ষেপের প্রশংসা করেছে মিশরের আল-আজহার
পার্সটুডে - মিশরের প্রখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের চরমপন্থা প্রতিরোধ বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা সুন্নি মুসলমানদের পবিত্রতা রক্ষায় ইরানি কর্মকর্তাদের সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেছে।
পার্সটুডে জানিয়েছে, মিশরের আল-আজহারের চরমপন্থা প্রতিরোধ বিষয়ক পর্যবেক্ষণ সংস্থার কর্মকর্তা এক টেলিভিশন অনুষ্ঠানে সুন্নি মুসলমানদের পবিত্রতাকে বিনষ্ট করে বা অবমাননা করে এমন যে কোনো তৎপরতা রোধে ইরানি কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেয়ার প্রশংসা করেছেন।
সংস্থাটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করেছে: "ইরানের এই পদক্ষেপ খুবই ইতিবাচক যা মুসলিম অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে শক্ত অবস্থান। এতে করে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করা যাবে।"
বিশ্ববিদ্যালয়ের চরমপন্থা প্রতিরোধ বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা জোর দিয়ে বলেছে: ইসলাম ও মুসলিম অবমাননার বিরুদ্ধে ইরানের পদক্ষেপ এমন এক পরিস্থিতিতে নেওয়া হয়েছে যখন মিশরের গ্র্যান্ড ইমাম ও শাইখুল আযহার ড. আহমাদ আত তাইয়্যাব সম্প্রতি বাহরাইনে ইসলামি ও মুসলিম উম্মার ঐক্য সম্মেলনে ইসলামী প্রতীক এবং এর পবিত্রতার প্রতি যেকোনো অবমাননা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
ইসলাম ধর্মের পবিত্রতা রক্ষা করার, বুদ্ধিবৃত্তিক জ্ঞানকে কাজে লাগানো এবং মতবিরোধ সৃষ্টি করতে পারে এমন যেকোনো কিছু এড়িয়ে চলার উপর জোর দিয়ে সম্মেলন শেষ করা হয়েছে।
গত ২২ এপ্রিল, ইরানি টিভি চ্যানেল ওয়ানের একটি অনুষ্ঠানে, একজন অতিথি একটি কবিতা আবৃত্তি করেছিলেন যা শ্রোতারা সুন্নিদের বিশ্বাস ও পবিত্রতার প্রতি স্পষ্ট অপমান বলে মনে করেছিলেন। এই ঘটনাটি তাৎক্ষণিকভাবে ইরানের মিডিয়া, সমাজ এমনকি বিচার বিভাগেও ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।
ইরানি টেলিভিশন সম্প্রচার বিভাগ এক আনুষ্ঠানিক বিবৃতি জারি করে এই ধরনের অবমাননার জবাব দিয়েছে। এই বিবৃতিতে, ইসলামী ঐক্যের গুরুত্বের উপর জোর দিয়ে, এই ধরনের ভুলকে "ক্ষমার অযোগ্য এবং সন্দেহজনক" বলে বর্ণনা করেছে এবং ঘোষণা করেছে: এ সম্পর্কিত ভিডিও তাৎক্ষণিকভাবে IRIB-এর সাথে সম্পর্কিত টেলিবিয়ন ও সেপেহরসহ সমস্ত প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে।
ওই অনুষ্ঠানের সাথে যুক্ত আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
চ্যানেল ওয়ানের প্রোডাকশন গ্রুপ ম্যানেজার এবং ব্রডকাস্ট ম্যানেজারকে তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনার পেছনে অন্যান্য সম্ভাব্য কারণ খুঁজে বের করার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়।
ঘোষণার আরেকটি অংশে বলা হয়েছে যে ইরানি রেডিও এবং টেলিভিশন "বিভেদ সৃষ্টি করে এমন যেকোনো কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং এই ঘটনার মূল পরিকল্পনাকারীদের সনাক্ত করার জন্য নিরাপত্তা ও তদন্তকারী সংস্থাগুলোর হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।