ইসরায়েলের "পুলিশি রাষ্ট্র" উন্মোচন: এক দশকে ১২,৯৩৭টি গোপন ওয়্যারট্যাপিং উন্মোচিত
https://parstoday.ir/bn/news/west_asia-i156438-ইসরায়েলের_পুলিশি_রাষ্ট্র_উন্মোচন_এক_দশকে_১২_৯৩৭টি_গোপন_ওয়্যারট্যাপিং_উন্মোচিত
পার্সটুডে-ইসরায়েলের নজরদারির একটি সরকারী প্রতিবেদন অনুসারে, ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে ইসরায়েলি পুলিশ নজিরবিহীনভাবে ব্যাপক ভিত্তিতে উন্নত ওয়্যারট্যাপিং এবং সাইবার অনুপ্রবেশ সরঞ্জাম ব্যবহার করেছে।
(last modified 2026-01-25T14:44:10+00:00 )
জানুয়ারি ২৫, ২০২৬ ২০:৩৭ Asia/Dhaka
  • ইসরায়েল পুলিশের ওয়্যারট্যাপিং সরঞ্জামের ব্যাপক ব্যবহার
    ইসরায়েল পুলিশের ওয়্যারট্যাপিং সরঞ্জামের ব্যাপক ব্যবহার

পার্সটুডে-ইসরায়েলের নজরদারির একটি সরকারী প্রতিবেদন অনুসারে, ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে ইসরায়েলি পুলিশ নজিরবিহীনভাবে ব্যাপক ভিত্তিতে উন্নত ওয়্যারট্যাপিং এবং সাইবার অনুপ্রবেশ সরঞ্জাম ব্যবহার করেছে।

ইসনা'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, ইসরায়েলের নজরদারি সংস্থা 'মাতানিয়াহু এঙ্গেলম্যানে'র সরকারী প্রতিবেদনে দেখা গেছে, ইসরায়েলি পুলিশ ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে "স্পষ্ট আইনি বিধিবিধান এবং কার্যকর তদারকি ব্যবস্থার অভাবে" ওয়্যারট্যাপিং এবং হ্যাকিং সরঞ্জামের ব্যবহার "নজিরবিহীনভাবে" বিস্তৃত করেছে।

প্রতিবেদনের তথ্য অনুসারে, "সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি পুলিশ আদালতের ওয়্যারট্যাপিং আদেশের জন্য প্রায় ১৪,০০০ অনুরোধ জমা দিয়েছে, যার মধ্যে ১২,৯৩৭টি অনুমোদিত হয়েছে, যা ৯০ শতাংশেরও বেশি।"

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রযুক্তির অগ্রগতি এবং গণ তথ্য সংগ্রহের ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে, ইসরাইলি পুলিশ মোবাইল ফোন এবং কম্পিউটার ট্র্যাকিংসহ সংবেদনশীল যোগাযোগ তথ্য অ্যাক্সেস করার জন্য তাদের সরঞ্জামগুলোর ব্যবহার নাটকীয়ভাবে প্রসারিত করেছে।

হিব্রু ভাষার সংবাদপত্র হারেৎজে প্রকাশিত একটি নিবন্ধে, জিলবার বলেছেন যে গুপ্তচরবৃত্তির বিষয়টি এবং আইনি কর্তৃত্বের বাইরে নজরদারি পদ্ধতির সম্প্রসারণ এমন একটি সংস্কৃতিকে প্রতিফলিত করে যা আইনকে বাধ্যতামূলক করার পরিবর্তে "সুপারিশ" হিসাবে দেখে।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন