দুবাইয়ে ৩০০ আরোহী নিয়ে আছড়ে পড়ল এমিরেটসের বিমান
https://parstoday.ir/bn/news/west_asia-i16309-দুবাইয়ে_৩০০_আরোহী_নিয়ে_আছড়ে_পড়ল_এমিরেটসের_বিমান
এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান আজ (বুধবার) ২৭৫ জন যাত্রী নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি নামার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায় তবে ২৭৫ আরোহীর সবাই নিরাপদে নেমে আসতে সক্ষম হয়েছেন বলে সংযুক্ত আরব আমিরাত সরকার জানিয়েছে। আরোহীদের মধ্যে ২৮২ জন যাত্রী ও ১৮ জন ক্রু ছিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৩, ২০১৬ ১৭:৪৬ Asia/Dhaka

এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান আজ (বুধবার) ২৭৫ জন যাত্রী নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি নামার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায় তবে ২৭৫ আরোহীর সবাই নিরাপদে নেমে আসতে সক্ষম হয়েছেন বলে সংযুক্ত আরব আমিরাত সরকার জানিয়েছে। আরোহীদের মধ্যে ২৮২ জন যাত্রী ও ১৮ জন ক্রু ছিলেন।

এমিরেটস এয়ারলাইন্সের দুবাই মিডিয়া অফিস থেকে জানানো হয়েছে, বিমানটি ভারত থেকে আসছিল এবং সেটি দুবাই বিমানবন্দরে নামার সময় দুর্ঘটনার কবলে পড়ে। বিমানের দুবাই মিডিয়া অফিস বলেছে, এখন পর্যন্ত কারো আহত হওয়ার খবর পাওয়া যায় নি।

এ ঘটনার পর দুবাই কর্তৃপক্ষ বিমানবন্দরে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে এবং পরবর্তী  নোটিশ না দেয়া পর্যন্ত বিমানের ফ্লাইট বন্ধ করা হয়েছে।#       

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩