‘স্তানাকজাই পরিবারের সঙ্গে দেখা করতে দুবাই গেছেন’
তালেবান সরকারে মতবিরোধের ‘গুজব’ প্রত্যাখ্যান করলেন জবিহউল্লাহ মুজাহিদ
আফগানিস্তানের তালেবান সরকারে মতবিরোধ সৃষ্টি হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে যে খবর প্রচারিত হয়েছে তা ‘গুজব’ বলে প্রত্যাখ্যান করেছেন তালেবান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ।
তিনি বলেছেন, তালেবান সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মাদ স্তানাকজাই দেশ ছেড়ে পালিয়ে যাননি বরং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে দুবাই গেছেন।
মুজাহিদ বৃহস্পতিবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কাবুলের এ অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, “আমার জানামতে তালেবান সরকারে এমন কোনো মতবিরোধ তৈরি হয়নি যা এই সরকারকে হুমকিগ্রস্ত করতে পারে, কাজেই জনগণ যেন বিষয়টি নিয়ে আতঙ্কে না থাকে।”
তবে তালেবান নেতৃবৃন্দের মধ্যে মতের ভিন্নতা তিনি নাকচ করে দেননি। মুজাহিদ বলেন, কেউ যদি তার ব্যক্তিগত মতামত তুলে ধরে তার অর্থ মতপার্থক্য নয়।
সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর ফলাও করে প্রচারিত হয় যে, স্তানাকজাই আফগানিস্তানের স্কুল-কলেজে নারী শিক্ষা বন্ধ করার বিরোধিতা করার কারণে তালেবান প্রধানমন্ত্রী হেবাতুল্লাহ আখুন্দজাদের রোষানলে পড়েন এবং জান নিয়ে কোনমতে আফগানিস্তান ছেড়ে পালিয়ে যান।
স্তানাকজাইর বিরুদ্ধে কোনো হুলিয়া আছে কিনা এবং তিনি কেন আফগানিস্তান ত্যাগ করলেন- বিবিসির এমন প্রশ্নের উত্তরে তালেবান সরকারের মুখপাত্র বলেন, দুবাইয়ে স্তানাকজাইর বাড়ি রয়েছে এবং তিনি বিশ্রাম নিতে ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দুবাই গেছেন।
তিনি এই তালেবান মন্ত্রীকে নিয়ে অতিরঞ্জিত খবর প্রচার করায় গণমাধ্যমের সমালোচনা করে বলেন, “স্তানাকজাই যেমন তালেবান শাসনের বিরোধী নন তেমনি তাকে নিয়েও তালেবান সরকারের কোনো মাথাব্যথা নেই।”#
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৭