আলেপ্পো'য় স্বায়ত্ত্বশাসনের পরিকল্পনা গ্রহণযোগ্য নয়: সিরিয়া
(last modified Sun, 20 Nov 2016 13:52:12 GMT )
নভেম্বর ২০, ২০১৬ ১৯:৫২ Asia/Dhaka
  • আলেপ্পো'য় স্বায়ত্ত্বশাসনের পরিকল্পনা গ্রহণযোগ্য নয়: সিরিয়া

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন,আলেপ্পোর পূর্বাঞ্চলে স্বায়ত্ত্বশাসনের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ইরানি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, সিরিয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম দামেশকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের প্রতিনিধি স্টিফেন ডি মিস্তুরার সঙ্গে সাক্ষাতে আজ একথা বলেন।

তিনি বলেন ডি মিস্তুরা আলেপ্পোর পূর্বাঞ্চলে স্বায়ত্ত্বশাসনের ব্যাপারে যে পরিকল্পনার কথা বলেছেন তা গ্রহণযোগ্য নয়। জাতিসংঘ প্রতিনিধি সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা শুরু করার লক্ষ্যে তেমন কোনো পদক্ষেপই নেননি এমনকি আলোচনার জন্যও কোনো সময় ঘোষণা করেন নি বলে জনাব মুয়াল্লেম মন্তব্য করেন।

জনাব মোয়াল্লেম বলেন সিরিয়ায় হোক কিংবা জেনেভায় হোক,তাঁর দেশ বিদেশি হস্তক্ষেপমুক্ত যে-কোনো আলোচনাকেই স্বাগত জানায়। তিনি আরও বলেন আলেপ্পো থেকে যখনই সন্ত্রাসীরা বেরিয়ে যেতে চাইবে তাদের জন্য সিরিয় সরকার স্থানের ব্যবস্থা করে দেবে। সরকার এ পর্যন্ত যুদ্ধ বিরতিসহ আলেপ্পোর পূর্বাঞ্চল থেকে অধিবাসীদের চলে যেতে তিনটি সুযোগ দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। ওই অঞ্চলে সন্ত্রাসীদের কাছে দুই লাখ পঁচাত্তর হাজার সিরিয় নাগরিক জিম্মি হয়ে আছে জনাব মুয়াল্লেম উল্লেখ করেন। তিনি বলেন এই বিশাল জনগোষ্ঠির হেফাজত করার দায়িত্ব সিরিয় সরকারের।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২০

 

ট্যাগ