সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লেমের মৃত্যুতে শোক জানাল ইরান ও রাশিয়া
(last modified Tue, 17 Nov 2020 02:49:19 GMT )
নভেম্বর ১৭, ২০২০ ০৮:৪৯ Asia/Dhaka
  • রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ- ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ (ফাইল ছবি)
    রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ- ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ (ফাইল ছবি)

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইরান ও রাশিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সিরিয়ার মন্ত্রিপরিষদ বিভাগের প্রধান হুসেইন আরনুসের কাছে পাঠানো এক বার্তায় মুয়াল্লেমের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি বলেন, মুয়াল্লেম তার জীবদ্দশায় সিরিয়ার জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় অনবদ্য অবদান রেখেছেন। জারিফ তার বার্তায় ওয়ালিদ আল-মুয়াল্লেমের আত্মার মাগফিরাত কামনা করেন।

ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফও একই ধরনের শোকবার্তা পাঠিয়েছেন। তিনি সিরিয়ার সংসদ স্পিকার হামুদা আল-সাব্বাগের কাছে পাঠানো শোকবার্তায় সিরিয়ার জনগণ ও সরকারের প্রতি ইরানের জনগণ ও সরকারের শোক ও সমবেদনা জানান। কলিবফ বলেন, সিরিয়াসহ মধ্যপ্রাচ্য থেকে উগ্র সন্ত্রাসবাদের মূলোৎপাটন এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় মুয়াল্লেম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ

ওদিকে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ এক বার্তায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে তাকে রাশিয়ার বিশ্বস্ত সহযোগী হিসেবে অভিহিত করেছেন। তিন বলেছেন, মুয়াল্লেম ছিলেন একজন অভিজ্ঞ কূটনীতিক। আমরা একজন বিশ্বস্ত সহযোগী ও অকৃত্রিম বন্ধুকে হারালাম। তিনি অন্তরের অন্তস্তল থেকে সিরিয়ার জনগণের প্রতি শোক ও সমবেদনা জানান।

সিরিয়ার দীর্ঘদিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেছেন বলে গতকাল (সোমবার) সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশন খবর দিয়েছে। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয় নি তবে গত কয়েক বছর ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার মধ্যেও তিনি পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেশের উপ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।  ঝানু এ কূটনীতিবিদ দেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে আমেরিকায় সিরিয়ার রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ