সিরিয়ার প্রতি ইঞ্চি ভূমি আমরা মুক্ত করব: মুয়াল্লেম
(last modified Fri, 04 Oct 2019 10:52:17 GMT )
অক্টোবর ০৪, ২০১৯ ১৬:৫২ Asia/Dhaka
  • সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম
    সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, তার সরকার বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের কাছ থেকে দেশের প্রতি ইঞ্চি ভূমি উদ্ধার করবে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সন্ত্রাসীদের কাছ থেকে সিরিয়ার প্রতি ইঞ্চি ভূমি খুব শিগগিরই মুক্ত হবে।

ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেন, যুদ্ধবিরতির প্রতি সম্মান প্রদর্শন এবং বেসামরিক লোকজনের উপর হামলা বন্ধ করতে ব্যর্থতার মধ্যদিয়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে অবস্থান নেয়া সন্ত্রাসীরা সঙ্কট সমাধানের ব্যাপারে অনেকগুলো সুযোগ নষ্ট করেছে। যখন ইদলিব এবং আশপাশের এলাকায় সিরিয়ার সরকারি বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে তখন ওয়ালিদ আল-মুয়াল্লেম এসব কথা বললেন।

উত্তর-পশ্চিম এলাকায় অবস্থান নেয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ায় সরকার বোমা হামলা জোরদার করেছে। ইদলিব প্রদেশ হচ্ছে একমাত্র এলাকা যেখানে সন্ত্রাসীদের এখনও শক্ত অবস্থান রয়েছে। এ প্রদেশে হায়াতে তাহরীর আশ-শাম সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা বিরাট অংশজুড়ে রয়েছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠি নুসরা ফ্রন্টের অংশ হচ্ছে হায়াতে তাহরির আশ-শাম।#

পার্সটুডে/এসআইবি/৪

 

ট্যাগ