সিরিয়ায় ৫ লাখ শিশু মানবেতর জীবন যাপন করছে: ইউনিসেফ
(last modified Sun, 27 Nov 2016 12:25:41 GMT )
নভেম্বর ২৭, ২০১৬ ১৮:২৫ Asia/Dhaka
  • সিরিয়ায় ৫ লাখ শিশু মানবেতর জীবন যাপন করছে: ইউনিসেফ

সিরিয়ায় ১৬টি অবরুদ্ধ এলাকায় প্রায় ৫ লাখ শিশু মানবেতর জীবন যাপন করছে বলে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ এক প্রতিবেদনে জানিয়েছে। বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা গত পাঁচ বছর ধরে সিরিয়ার বিভিন্ন এলাকায় পাশবিক হত্যাযজ্ঞ চালিয়ে আসছে।

আজ (রোববার) এক সংবাদ সম্মেলনে ইউনিসেফ জানিয়েছে, প্রায় ৫ লাখ শিশু ওই এলাকায় অবরুদ্ধ হয়ে আছে। প্রায় দুই বছরের জন্য তাদের জন্য নেই কোনো মানবিক ত্রাণ, নেই প্রয়োজনীয় মৌলিক কোনো সেবা। সংস্থাটি জানিয়েছে, সন্ত্রাসী নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পোতেই এক লাখ শিশু অবরুদ্ধ হয়ে আছে। 

ইউনিসেফের নির্বাহি পরিচালক এন্থনি লেইক বলেন, সিরিয়ায় অবরুদ্ধ লাখ লাখ মানুষ বিশেষ করে শিশুরা সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছে। সিরিয়ায় শিশুদের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, সেখানে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে জখম করা হচ্ছে, স্কুলে যেতে এমনকি খেলাধূলা করতে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। সেখানে কোনো খাবার নেই; বাঁচার কোনো পথ নেই এবং এভাবে অনেকে মারা যাচ্ছে।#

পার্সটুডে/ বাবুল আখতার/২৭