বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিলিস্তিনি পতাকা উত্তোলন
-
• বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিলিস্তিনি পতাকা উত্তোলন
পার্সটুডে - বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সভায়, ফিলিস্তিনি পতাকা উত্তোলনের প্রস্তাবটি ৯৫ ভোটে অনুমোদিত হয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা হয়েছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিলিস্তিনি পতাকা উত্তোলনের প্রস্তাবটি চীন, পাকিস্তান, সৌদি আরব এবং আরও বেশ কয়েকটি দেশ জমা দিয়েছিল, কিন্তু হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, জার্মানি এবং ইসরাইলসহ চারটি দেশ এর বিরোধিতা করে।
ফ্রান্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা নিয়ে ক্রমবর্ধমান জল্পনা-কল্পনার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। এটি গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে সদস্যপদ অর্জনসহ আন্তর্জাতিক মর্যাদা অর্জনের জন্য ফিলিস্তিনিদের সফল প্রচেষ্টারও অংশ।
জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তরে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইব্রাহিম খারিশে এই প্রতীকী পদক্ষেপকে ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের অংশ হিসেবে উল্লেখ করেন।
জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তরে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছেন যে অদূর ভবিষ্যতে ফিলিস্তিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য জাতিসংঘের প্রতিষ্ঠানে পূর্ণ সদস্যপদ অর্জন করতে সক্ষম হবে।#
পার্সটুডে/এমআরএইচ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।