কেরির ‘প্ল্যান বি’ প্রত্যাখ্যান করলেন ল্যাভরভ
(last modified Thu, 25 Feb 2016 21:36:27 GMT )
ফেব্রুয়ারি ২৬, ২০১৬ ০৩:৩৬ Asia/Dhaka
  • কেরির ‘প্ল্যান বি’ প্রত্যাখ্যান করলেন ল্যাভরভ

২৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়া ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কথিত ‘প্ল্যান বি’ প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার কেরি বলেছেন, সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর ও রাজনৈতিক সমাধান না হলে আমেরিকার সামনে সামরিক হামলার পথ খোলা রাখা হয়েছে। একে তিনি ‘প্ল্যান বি’ বলে অভিহিত করেছেন।

কেরির এই পরিকল্পনা রুশ পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার নাকচ করে দিয়েছেন। রাশিয়ার অন্যান্য কর্মকর্তারাও এ ধরনের পরিকল্পনার অস্তিত্ব থাকার অস্বীকার করেছেন। তারা বলছেন, সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে মতৈক্য হয়েছে যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে আনিুষ্ঠানিকতা পাবে।

এ সম্পর্কে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, “আমেরিকাসহ পশ্চিমা বন্ধুদের কথিত ‘প্ল্যান বি’র কথা শুনে আমরা হতবুদ্ধি হয়ে পড়েছি।” রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী দিমিত্রি পুশকভও ‘প্ল্যান বি’র ধারণা নাকচ করেছেন। তিনি বলেছেন, মস্কোর কাছে এ মুহূর্তে যুদ্ধবিরতটাই গুরুত্বপূর্ণ; অন্যকিছু নয়।#

রেডিও তেহরান/এসআই/২৬

ট্যাগ