নুসেইরাত শরণার্থী শিবিরের স্কুলে বিমান হামলায় শহীদ ১৭ ফিলিস্তিনি
(last modified Fri, 25 Oct 2024 10:57:44 GMT )
অক্টোবর ২৫, ২০২৪ ১৬:৫৭ Asia/Dhaka
  • নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা
    নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা

গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরের একটি স্কুলে আশ্রয় গ্রহণকারী বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের পাশবিক বোমা হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু।  

নুসেইরাত শিবিরের আশ-শুহাদা স্কুলে বৃহস্পতিবারের ওই ভয়াবহ হামলায় আরো অন্তত ৫২ ফিলিস্তিনি আহত হন। গাজার সরকারি গণমাধ্যম অধিদপ্তর জানিয়েছে, হামলার সময় স্কুলটিতে হাজার হাজার অসহায় নারী ও শিশু অবস্থান করছিল।

নিহত ১৭ জনের মধ্যে ১১ মাস বয়সি একটি শিশুসহ নয় জন শিশু ও তিনজন নারী রয়েছেন। নুসেইরাত শিবিরের আল-আওদা হাসপাতাল জানিয়েছে, সেখানে আহত ৫২ জনের চিকিৎসা চলছে এবং তাদেরও প্রায় সবাই নারী ও শিশু।

গাজার গণমাধ্যম অধিদপ্তর জানিয়েছে, আশ-শুহাদা স্কুল আক্রান্ত হওয়ার ফলে চলতি গাজা যুদ্ধের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত মোট ১৯৬টি স্থানে পাশবিক হামলা চালাল ইহুদিবাদী সেনারা।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ইসরাইলি সেনারা বিগত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত ৫৫ ফিলিস্তিনিকে হত্যা এবং আরো ১৩২ জনকে আহত করেছে।

এ নিয়ে গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় দখলদার সেনাদের নিষ্ঠুর গণহত্যায় শহীদের সংখ্যা ৪২ হাজার ৮৪৭ জনে পৌঁছৈছে। আর আহত হয়েছেন এক লাখ ৫৪৪ জন। এছাড়া আরো ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন যাদের সবাই ইসরাইলি হামলায় বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসস্তুপের নীচে আটকা পড়ে শহীদ হয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৫

 

ট্যাগ