হোসেন আলী হাজিমেহ'র শাহাদতের খবর নিশ্চিত করলো হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/event-i143014
পার্সটুডে-হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতরের প্রধান হোসেইন আলী হাজিমেহের শহীদ হয়েছেন। লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ এক বিবৃতিতে তাঁর শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছে বলে আল-মায়াদিন জানিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ২৫, ২০২৪ ১৬:১০ Asia/Dhaka
  • হোসেন আলী হাজিমেহ
    হোসেন আলী হাজিমেহ

পার্সটুডে-হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতরের প্রধান হোসেইন আলী হাজিমেহের শহীদ হয়েছেন। লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ এক বিবৃতিতে তাঁর শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছে বলে আল-মায়াদিন জানিয়েছে।

লেবাননের হিজবুল্লাহর বিবৃতিতে আরও বলা হয়েছে: হাজ হোসেন আলী হাজিমে ওরফে হাজ মোর্তেজা, বহু বছর ধরে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতরের দায়িত্বে ছিলেন। ইহুদিবাদী রক্তপিপাসু শত্রুর হামলায় শহীদ হাশেম সাফিউদ্দিনের সঙ্গে তিনিও শহীদ হন।

সপ্তাহ তিনেক আগে ইহুদিবাদী ইসরাইল বৈরুতের দক্ষিণ শহরতলিতে বেশ কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছিল।ওই হামলায় সাইয়্যেদ হাসেম সাফিউদ্দিন সহ হিজবুল্লাহ যোদ্ধাদের বেশ কয়েকজন শহীদ হন।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।