অশান্ত বিশ্বে ভারত-চীনের মুক্ত আলোচনা জরুরি: জয়শংকর
https://parstoday.ir/bn/news/event-i150408
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেছেন, শত্রুতা পেরিয়ে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে মুক্ত আলোচনা জরুরি।
(last modified 2025-07-14T14:42:11+00:00 )
জুলাই ১৪, ২০২৫ ২০:৩৯ Asia/Dhaka
  • অশান্ত বিশ্বে ভারত-চীনের মুক্ত আলোচনা জরুরি: জয়শংকর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেছেন, শত্রুতা পেরিয়ে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে মুক্ত আলোচনা জরুরি।

এসসিও বৈঠক উপলক্ষে আজ(সোমবার) বেইজিং সফরে গিয়ে তিনি এসব কথা বললেন। চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝোং-এর সঙ্গে সাক্ষাৎ করে জয়শংকর বলেন, ‘অশান্ত বিশ্বে ভারত-চীনের পরস্পরের প্রতি সহযোগিতা ও মুক্ত আলোচনা হওয়া জরুরি।’

২০২০ সালে লাদাখের গালওয়ানে ভারত-জীন সংঘাতের পর প্রথম চীন সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর। তবে গালওয়ান সংঘাত পেরিয়ে আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা কিছুটা স্থিতিশীল পর্যায়ে হলেও দুই দেশের কূটনৈতিক সংঘাত এখনও চলছে। অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সহায়তা করেছিল চীন তাছাড়া দলাই লামা ইস্যুতেও টানাপোড়েন চলছে দুই দেশের। এই উত্তপ্ত সময়েই জয়শংকরের এই চীন সফর কূটনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ।

শুধু তাই নয়, দীর্ঘ ৫ বছর পর তিব্বত অঞ্চলে কৈলাস ও মানস সরোবর যাত্রা পুনরায় চালু হওয়ার কথা জানান জয়শংকর। তিনি বলেন, এই পদক্ষেপ ভারতে ভীষণভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, ‘গতবছর কাজানে মোদি ও জিনপিংয়ের বৈঠকের পর দুই দেশের সম্পর্ক উন্নতির দিকে গিয়েছে। আমি নিশ্চিত এই সফরে সেই আলোচনা আরও ইতিবাচক দিকে গড়াবে।’

উল্লেখ্য, এর আগে চীন সফরে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এরপর এসসিও বৈঠকে যোগ দিতে যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার বেইজিং গেলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর। জানা যাচ্ছে, এই সফরে চীনের পররাশষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। পাশাপাশি অন্যান্য দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করারও কথা রয়েছে।#

পার্সটুডে/জিএআর/১৪