‘বিদেশিদের তাবেদার বিরোধী দল চায় না সিরিয়া সরকার’
(last modified Sun, 05 Mar 2017 03:38:20 GMT )
মার্চ ০৫, ২০১৭ ০৯:৩৮ Asia/Dhaka
  • বাশার আল-জাফারি
    বাশার আল-জাফারি

সিরিয়া সরকার বলেছে, দেশটির বিরোধী পক্ষগুলো ঐক্যবদ্ধভাবে তাদের দাবি-দাওয়া নিয়ে এগিয়ে এলেই কেবল তাদের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব হবে। বাইরের কোনো দেশের সঙ্গে সম্পর্কিত বিরোধী দল চায় না দামেস্ক।

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় নয় দিনব্যাপি শান্তি আলোচনা শেষ হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় একথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি। তিনি বলেন, দামেস্ক একতাবদ্ধ বিরোধী পক্ষ চায়; সৌদি আরব, কাতার, তুরস্ক বা ফ্রান্সের তাবেদার কোনো পক্ষের সঙ্গে আলোচনা করতে চায় না।

জাফারি বলেন, এ ধরনের বিরোধী পক্ষ কখনো ইসরাইলের সহযোগিতা চাইবে না এবং কাতার, সৌদি আরব, জর্দান বা ইসরাইলের গোয়েন্দা এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করবে না।

জেনেভায় শুক্রবার শেষ হওয়া শান্তি আলোচনায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী দলগুলোর পাশাপাশি দেশটিতে তৎপর বিদ্রোহীদের পক্ষ থেকে হাই নেগোশিয়েশন্স কমিটি বা এইচএনসি অংশগ্রহণ করে।  

জাতিসংঘের মধ্যস্থতায় অনুষ্ঠিত ওই বৈঠকে সিরিয়া সরকারের পক্ষ থেকে অংশ নেন বাশার আল-জাফারি। এ বৈঠকে সুস্পষ্ট কোনো ফলাফল বেরিয়ে না এলেও জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি স্ট্যাফান ডি মিস্তুরা বলেছেন, জেনেভা বৈঠক থেকে কিছু স্পষ্ট এজেন্ডা বেরিয়ে এসেছে। এসব বিষয় নিয়ে চলতি মাসে আরো পরের দিকে আবার বৈঠক হবে বলে তিনি জানান।

এ সম্পর্কে জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বলেছেন, জেনেভায় পরবর্তী বৈঠকে দামেস্ক অংশগ্রহণ করবে কিনা তা খতিয়ে দেখছে বাশার আল-আসাদ সরকার।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫