জুলাই ০৪, ২০১৭ ১৭:৫৯ Asia/Dhaka
  •  সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আরও ৯ বেসামরিক নাগরিক নিহত

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক সামরিক জোটের বিমান হামলায় আবারো অন্তত নয় ব্যক্তি নিহত হয়েছে।

লেবাননের আল-আহেদ সংবাদ মাধ্যমের ওয়েবসাইট আজ (মঙ্গলবার) জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমান হাসাকা শহরের দক্ষিণ উপকণ্ঠে শাদ্দাদাহ এলাকার কাছে কাশকাশ জয়নাত গ্রামে বোমা বর্ষণ করলে এসব ব্যক্তি নিহত হয়। বিমান হামলায় আবাসিকগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে বলে সংবাদ মাধ্যমে বলা হয়েছে।

মার্কিন সরকার জাতিসংঘ ও সিরিয়ার বৈধ সরকারের অনুমতি না নিয়েই দেশটিতে প্রায়ই নির্বিচার হামলা চালাচ্ছে। ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকেই এ ধরনের হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট। বেশির ভাগ ক্ষেত্রেই এসব হামলায় কেবল বেসামরিক সিরিয় নাগরিকরাই প্রাণ হারাচ্ছেন।

ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গত মাসে এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৩ মে থেকে ২৩ জুন পর্যন্ত মার্কিন জোটের বিমান হামলায় ৪৭২ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় দায়েশ বিরোধী কথিত সামরিক অভিযান চালানোর পর ওই সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক বেসামরিক ব্যক্তি নিহত হয় বলে সংস্থাটি জানিয়েছে।#

 পার্সটুডে/বাবুল আখতার/৪

 

ট্যাগ