কাতারি হজযাত্রীদের জন্য সৌদি সীমান্ত খুলে দেয়াকে 'রাজনৈতিক' বলল দোহা
https://parstoday.ir/bn/news/west_asia-i44346-কাতারি_হজযাত্রীদের_জন্য_সৌদি_সীমান্ত_খুলে_দেয়াকে_'রাজনৈতিক'_বলল_দোহা
কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কাতারের হজযাত্রীদের জন্য সৌদি স্থল-সীমান্ত আবারও খুলে দেয়ার পদক্ষেপ সৌদি সরকারের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা মাত্র।
(last modified 2025-10-29T07:49:47+00:00 )
আগস্ট ১৭, ২০১৭ ১৯:৫১ Asia/Dhaka
  • কাতারের শাহজাদা শেইখ আহমাদ বিন আবদুল্লাহ বিন জাসেম আলে সানি ও সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের বৈঠক
    কাতারের শাহজাদা শেইখ আহমাদ বিন আবদুল্লাহ বিন জাসেম আলে সানি ও সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের বৈঠক

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কাতারের হজযাত্রীদের জন্য সৌদি স্থল-সীমান্ত আবারও খুলে দেয়ার পদক্ষেপ সৌদি সরকারের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা মাত্র।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আবদুর রাহমান আলে সানি আজ (বৃহস্পতিবার) এই মন্তব্য করেছেন। অবশ্য তিনি সৌদি এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, এর মধ্য দিয়ে কাতারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ারই একটি পদক্ষেপ নেয়া হল। 

হজের সময় কাতারি হজযাত্রীদের নিরাপত্তা দেয়া সৌদি সরকারেরই দায়িত্ব বলে কাতারের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

সৌদি রাজা সালমান গতকাল (বুধবার) রাতে কাতার ও সৌদি সীমান্তে অবস্থিত 'সালওয়া' নামের একমাত্র ক্রসিং-পয়েন্টটি কাতারের হজযাত্রীদের জন্য খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন। 

এই স্থল-সীমান্ত দিয়ে কাতারের যেসব হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করবেন তাদেরকে ইলেকট্রনিক তল্লাশির আওতামুক্ত রাখারও নির্দেশ দিয়েছেন সৌদি রাজা। এ ছাড়াও সৌদি রাজা নিজের পকেটের অর্থ দিয়ে কাতারি হজযাত্রীদের আনা-নেয়ার জন্য প্রতিবেশী এই দেশটিতে কয়েকটি বিমান পাঠিয়েছেন বলে সৌদি সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে। 

সম্প্রতি কাতারের শাহজাদা শেইখ আহমাদ বিন আবদুল্লাহ বিন জাসেম আলে সানি সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার পরই কাতারি হজযাত্রীদের জন্য সীমান্ত খুলে দেয়া সংক্রান্ত সৌদি রাজার ফর্মান জারি করা হয়। 

আজ দুপুরে সালওয়া সীমান্তের ক্রসিং পয়েন্ট খুলে দেয়ার পর কাতারি হজযাত্রীদের প্রথম কাফেলা সৌদি আরবের ভেতরে প্রবেশ করে। সৌদি সীমান্তের পাসপোর্ট নিয়ন্ত্রণ বিভাগ জানিয়েছে, কাতারি হজযাত্রীদের জন্য স্থল সীমান্তের সালওয়া ক্রসিং পয়েন্ট খুলে দেয়ার পর থেকে এ পর্যন্ত ১০০ জন কাতারি হজযাত্রী এই পথ দিয়ে সৌদি আরবে ঢুকেছেন।

গত ৫ জুলাই সৌদি আরব, আমিরাত, বাহরাইন ও মিশর সরকার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং দেশটির সঙ্গে স্থল, নৌ ও বিমান-সীমান্ত বন্ধ করে দেয়। এই সরকারগুলো বলছে, কাতার তাদের নীতির অনুসারী নয় এবং দেশটি সন্ত্রাসবাদে সহায়তা দিচ্ছে। দোহার সরকার সন্ত্রাসবাদে সহায়তা দেয়ার অভিযোগ অস্বীকার করে আসছে।

সৌদি সরকার হজ নিয়ে রাজনীতি করছে বলে কাতার, সিরিয়া, ইয়েমেন ও ইরানসহ কোনো কোনো দেশের সরকার অভিযোগ  করে আসছে।  #  

পার্সটুডে/এম.এ.এইচ/১৭