ইদলিবে যুদ্ধবিরতি অঞ্চল স্থাপনের বিষয়ে ইরান-রাশিয়া-তুরস্ক সম্মত
রাশিয়া, ইরান এবং তুরস্ক সিরিয়ার পশ্চিমাঞ্চলীয প্রদেশ ইদলিবে যুদ্ধবিরতি অঞ্চল স্থাপনের খুঁটিনাটি বিষয়ে সম্মত হয়েছে। কাখাজস্তানের রাজধানী আস্তানার বৈঠকে এ বিষয়ে সম্মত হয় দেশ তিনটি। সিরিয়ার শান্তি আলোচনার নিশ্চয়তাকারীর ভূমিকা পালন করছে এ তিন দেশ।
তুরস্কের আনদালু সংবাদ সংস্থা জানিয়েছে, ইদলিবে কি ধরণের বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে আজ(শুক্রবার) আলোচনা করছে তিন দেশ।
সিরিয়ায় চার যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে প্রথম ঐকমত্য হয়েছিল গত মে মাসে। জানুয়ারি থেকে কয়েক দফা বৈঠকের পর এ বিষয়ে ঐকমত্য হয়েছিল।
ইদলিবের প্রতিবেশী প্রদেশ লাতাকিয়া, আলেপ্পো এবং হামায় তিন যুদ্ধবিরতি অঞ্চলের সীমানা নির্ধারণের বিষয়ে এ পর্যন্ত ঐকমত্য হয়েছে।
সিরিয়ায় ২০১১ সাল থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের তৎপরতা চলেছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৫