ইসরাইলি হুমকি বাস্তব রূপ পেলে যুদ্ধ অনিবার্য: লেবাননের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i52953-ইসরাইলি_হুমকি_বাস্তব_রূপ_পেলে_যুদ্ধ_অনিবার্য_লেবাননের_প্রেসিডেন্ট
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ইহুদিবাদী ইসরাইল প্রতিনিয়ত হুমকি দিলেও এখন পর্যন্ত বাস্তবে কোনো দুঃসাহস দেখায় নি। যদি তাদের হুমকি কখনো বাস্তব রূপ পায় তাহলে যুদ্ধ অনিবার্য। কারণ লেবানন আগ্রাসনের জবাব দেবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ১৯:১৩ Asia/Dhaka
  • মিশেল আউন
    মিশেল আউন

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ইহুদিবাদী ইসরাইল প্রতিনিয়ত হুমকি দিলেও এখন পর্যন্ত বাস্তবে কোনো দুঃসাহস দেখায় নি। যদি তাদের হুমকি কখনো বাস্তব রূপ পায় তাহলে যুদ্ধ অনিবার্য। কারণ লেবানন আগ্রাসনের জবাব দেবে।

তিনি আজ (মঙ্গলবার) আরও বলেছেন, ইসরাইল সরকার প্রতিবেশী সব দেশকে হুমকি দিচ্ছে। এর মাধ্যমে নিজের বর্ণবাদী চেহারা আরও স্পষ্ট করেছে। মিশেল আউন বলেন, লেবানন নিজের ভূখণ্ড রক্ষা করবে এবং তেল-গ্যাস অধিকারের বিষয়ে কোনো ছাড় দেবে না।

বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির নিন্দা জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী কেবল একজন প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। 

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করে দূতাবাস স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩