হামাস-ইরান সম্পর্ক সর্বোত্তম পর্যায়ে পৌঁছেছে: ইসমাইল হানিয়া
(last modified Mon, 11 Jun 2018 13:22:23 GMT )
জুন ১১, ২০১৮ ১৯:২২ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়া
    ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি জাতি ও প্রতিরোধ সংগ্রামের জন্য ইরান অনেক করেছে। এ জন্য ইসলামি ইরানকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

হামাস প্রধান বলেন, ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ একটি দেশ। এই দেশটির সঙ্গে হামাসের সম্পর্ক এখন কৌশলগত পর্যায়ে উন্নীত হয়েছে। এটা বলা যায় যে, হামাস ও ইরানের মধ্যে এখন সর্বোত্তম ও সবচেয়ে উচ্চ পর্যায়ের সম্পর্ক বিরাজ করছে।

তবে হামাস কখনোই এক পক্ষের বিরুদ্ধে অপর পক্ষকে সমর্থন দেবে না বলে তিনি জানান। হানিয়া বলেন, হামাসের জন্য সবার সঙ্গে সম্পর্ক রাখা জরুরি। মিশরের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি হামাস কাতার ও ইরানের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখবে বলে তিনি জানান। 

হামাস নেতা বলেন, যেসব দেশ ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থন দেয় তাদের সঙ্গে সম্পর্ক রাখাকে হামাস গুরুত্ব দেয়। 

এছাড়া হামাসের আরেক প্রভাবশালী নেতা খালিল আল হাই বলেছেন, গোটা বিশ্বের মানুষ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিচ্ছে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাসের ইসলামি পরিচিতি ধ্বংস করতে পারবে না। 

বিশ্ব কুদস দিবসের মিছিলে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের বিভিন্ন দল ও সংগঠনের মধ্যে ঐক্য জোরদার করতে হবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১

ট্যাগ