ঘরে আশ্রয় দিয়ে সুন্নিদের বাঁচাতে বলেছিলেন আয়াতুল্লাহ সিস্তানি
(last modified Tue, 30 Oct 2018 10:22:45 GMT )
অক্টোবর ৩০, ২০১৮ ১৬:২২ Asia/Dhaka
  • সিস্তানি (বামে) ও আরাকি (ডানে)
    সিস্তানি (বামে) ও আরাকি (ডানে)

ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ বিরোধী লড়াইয়ে সুন্নি মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছিলেন দেশটির গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি। ইসলামি মাজহাবগুলোর মধ্যে নৈকট্য সৃষ্টি বিষয়ক আন্তর্জাতিক সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ মোহসেন আরাকি'র সঙ্গে বৈঠকে তিনি নিজেই একথা বলেছেন।

আয়াতুল্লাহ সিস্তানি আরও বলেছেন, ইরাকের উত্তর ও পূর্বাঞ্চলের সুন্নি অধ্যুুষিত এলাকায় যখন দায়েশ হামলা শুরু করে তখন তিনি সুন্নি মুসলমানদেরকে নিজেদের ঘরে আশ্রয় দিতে এবং অতিথি হিসেবে সেবা করার জন্য শিয়া মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। কোনো কোনো পক্ষ শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে বিভেদ উসকে দেওয়ার চেষ্টা করছে বলে তিনি জানান। 

২০১৪ সালে দায়েশ ইরাকের এক-তৃতীয়াংশ ভূখণ্ড নিজেদের দখলে নিয়ে সেখানে হত্যা-ধর্ষণসহ নানা অপরাধ শুরু করলে আয়াতুল্লাহ সিস্তানি গণস্বেচ্ছাসেবী বাহিনী গঠনের ফতোয়া জারি করেন।

তারই ফতোয়ার ভিত্তিতে হাশ্‌দ আশ-শাবি নামের স্বেচ্ছাসেবী বাহিনী গঠিত হয়। দেশটির সাধারণ মানুষ স্বেচ্ছায় এ বাহিনীতে যোগ দেন। হাশ্দ আশ-শাবি বাহিনীতে শিয়া ও সুন্নি মাজহাবের লোকজনের পাশাপাশি অনেক অমুসলিমও রয়েছেন।#

পার্সটুডে/৩০ 

ট্যাগ