ইরাকের উত্তরাঞ্চলে অভিযান: ২ তুর্কি সেনা নিহত এবং আহত ৮
https://parstoday.ir/bn/news/west_asia-i68907-ইরাকের_উত্তরাঞ্চলে_অভিযান_২_তুর্কি_সেনা_নিহত_এবং_আহত_৮
ইরাকের উত্তরাঞ্চলে অভিযান চালানোর সময় সংঘর্ষে ২ তুর্কি সেনা নিহত এবং ৮ জন আহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৭, ২০১৯ ০০:৫২ Asia/Dhaka
  • ইরাকের উত্তরাঞ্চলে অভিযান: ২ তুর্কি সেনা নিহত এবং  আহত ৮

ইরাকের উত্তরাঞ্চলে অভিযান চালানোর সময় সংঘর্ষে ২ তুর্কি সেনা নিহত এবং ৮ জন আহত হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, অভিযান চলাকালে এক মহিলাসহ ছয় গেরিলাকে ‘নিষ্ক্রিয় করে দিয়েছে তুর্কি বাহিনী। গেরিলা  নিহত, আহত বা গ্রেফতার হলে তা বোঝানোর জন্য তুর্কি সেনাবাহিনী ‘নিষ্ক্রিয় শব্দটি ব্যবহার করে।

পিকেকে গেরিলা

উত্তরাঞ্চলীয় ইরাকের পিকেকে ঘাঁটিগুলোতে নিয়মিত বিমান হামলা চালায় তুরস্ক। পিকেকেকে তুরস্ক, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংগঠনের হিসেবে তালিকাভুক্ত করেছে। তুরস্কর উত্তরাঞ্চলে এ গোষ্ঠী গত তিন দশক ধরে লড়াই অব্যাহত রেখেছে এবং এতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছে।#    

পার্সটুডে/মূসা রেজা/১৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন