হুদায়দায় ৫৫৯ দফা যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে সৌদি: ইয়েমেন
-
ইয়াহিয়া সারি
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি আরব হুদায়দায় ৫৫৯ দফা যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে। আগ্রাসী শক্তি যে কোনো চুক্তি ও সমঝোতার তোয়াক্কা করে না তা এর মধ্যদিয়ে আবারও প্রমাণিত হয়েছে বলে তিনি জানান। সারি আজ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
ইয়াহিয়া সারি আরও বলেছেন, ইয়েমেনিরা আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রেখেছে এবং দখলীকৃত এলাকা দখলমুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে। গত মাসে বেশ কয়েকটি এলাকা দখলমুক্ত হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, গত মাসে আগ্রাসীদের চারটি ট্যাংক, ২৩টি সাজোয়া যান ও ৯১৬টি সামরিক গাড়ি ধ্বংস করা সম্ভব হয়েছে। এছাড়া এক মাসে সৌদি আরবের ৪৮ জন ও সুদানের পাঁচজন সেনা নিহত হয়েছে। এছাড়া প্রাণ হারিয়েছে সৌদি আরবের হয়ে যুদ্ধ করতে আসা আরও ৮৫২ জন ভাড়াটে সেনা।
২০১৫ সাল থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।#
পার্সটুডে/৫