ইরানের সঙ্গে সুসম্পর্ক রাখব: পম্পেও-কে ইরাক
(last modified Wed, 08 May 2019 12:06:14 GMT )
মে ০৮, ২০১৯ ১৮:০৬ Asia/Dhaka
  • ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ
    ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ ও প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, ইরানসহ সব প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশের সঙ্গে সুসম্পর্ক ও সহযোগিতা বজায় রাখতে ইরাক প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতরাতে গোপনে ইরাক সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ওই বৈঠক সম্পর্কে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে ইরাকের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থের আলোকে সাজানো হয়েছে।

ইরাকের প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে বলেছে, পম্পেও-কে বলা হয়েছে আমেরিকার সঙ্গে সহযোগিতার পাশাপাশি ইরানের সঙ্গে বন্ধুত্ব রক্ষার বিষয়েও ইরাক প্রতিশ্রুতিবদ্ধ। ইরাকি প্রেসিডেন্টও বলেছেন, তারা জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে অন্য দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে থাকেন। 

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ আলী আল হাকিম বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরাকি কর্মকর্তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। 

মাইক পম্পেও ইরাকে মাত্র কয়েক ঘন্টা অবস্থান করেছেন। বিভিন্ন গণমাধ্যম বলছে, ইরান ইস্যুতে কথা বলতে তিনি ইরাকে গিয়েছিলেন এবং ইরানভীতি তৈরি করাই ছিল এ সফরের মূল উদ্দেশ্য।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮

ট্যাগ