জুন ১৬, ২০১৯ ১৭:২২ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি ধ্বংসযজ্ঞ (ফাইল ফটো)
    ইয়েমেনে সৌদি ধ্বংসযজ্ঞ (ফাইল ফটো)

ইয়েমেনের বিভিন্ন প্রদেশে আজ (রোববার) নির্বিচারে বোমাবর্ষণ করেছে সৌদি আরব। আজকের হামলায় পশ্চিমাঞ্চলীয় হাজ্জা প্রদেশে অন্তত তিন শিশু নিহত ও চার জন আহত হয়েছে। আহতদের একজন নারী ও অপর তিনজন শিশু।

ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, আবাস উপশহরের বাড়িঘরের ওপর জঙ্গিবিমান থেকে নির্বিচারে বোমা ফেলা হয়। এর ফলে হতাহতের এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সৌদি জঙ্গিবিমান

এছাড়া আজ সৌদি জঙ্গিবিমানগুলো হুদায়দা, সানা ও সা'দা প্রদেশেও বোমা ফেলেছে। কামানের সাহায্যেও হামলা চালানো হয়েছে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তাদের কয়েকটি মিত্র দেশ। এছাড়া দেশটির ওপর স্থল, নৌ ও আকাশ পথে অবরোধ আরোপ করে রাখা হয়েছে।#

পার্সটুডে/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ