জুন ২৯, ২০১৯ ১৭:০৯ Asia/Dhaka
  • (ফাইল ফটো)
    (ফাইল ফটো)

সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোটের বিমান হামলায় ইয়েমেনের এক পরিবারের ৯ সদস্য নিহত হয়েছে।

তায়িজ প্রদেশের দক্ষিণাঞ্চলীয় খাদির শহরের ভারজানের একটি আবাসিক এলাকায় সৌদি জোটের বিমান হামলায় ওই ৯ সদস্য নিহত হয়।

ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনীও ওই আগ্রাসনের জবাবে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অবস্থিত সেনা ঘাঁটিগুলোতে যিলযাল-১ ক্ষেপণাস্ত্রের সাহায্যে পাল্টা হামলা চালিয়েছে।

এদিকে আবাসিক এলাকায় হামলা চালিয়ে ৯ জন নিরীহ মানুষকে হত্যা করার ঘটনার প্রতিক্রিয়ায় জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন বলেছে: এই ঘটনা ইয়েমেনিদের প্রতিরোধ শক্তিকে আরও দৃঢ় ও মজবুত করবে।

আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আব্দুস সালাম সৌদি আরবের নিন্দা জানিয়ে বলেছেন: সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট ইয়েমেনের বেসামরিক মানুষের বিরুদ্ধে শত্রুতামূলকভাবে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।

কয়েক মাস আগে ইয়েমেনি একটি সংস্থার পরিসংখ্যানে বলা হয়েছে, বিগত চার বছরে সৌদি জোটের পাশবিক আগ্রাসনে ১৬ হাজারের বেশি নিরীহ ইয়েমেনি নিহত হয়েছে। এদের মাঝে চার হাজারের বেশি শিশু ও মহিলা।

জাতিসংঘ বলেছে, ইয়েমেনে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। সংস্থাটি দাবি করেছে, সৌদি জোটের আগ্রাসনে ইয়েমেনে কমপক্ষে সাড়ে সাত হাজার শিশু হতাহত হয়েছে। 

শিশু বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ভার্জিনিয়া গাম্বা'র বরাত দিয়ে জার্মান বার্তা সংস্থা জানিয়েছে আহত শিশুদের অনেকেই পঙ্গু হয়ে গেছে।

পার্সটুডে/নাসির মাহমুদ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ