ইরানি কনস্যুলেটের নিরাপত্তা রক্ষা করার প্রত্যয় জানাল বাগদাদ
-
রোববার রাতে ইরানি কনস্যুলেটের প্রাচীর টপকে এভাবে হামলা চালায় কথিত বিক্ষোভকারীরা
ইরাকের কারবালা নগরীতে অবস্থিত ইরানি কনস্যুলেটে দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে ওই মন্ত্রণালয় ইরানসহ ইরাকে অবস্থিত সব বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা রক্ষা করার প্রত্যয়ও জানিয়েছে।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (সোমবার) এক বিবৃতিতে বলেছে, “কিছু কথিত বিক্ষোভকারী কারবালায় ইরানি কনস্যুলেটে যে হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। সেইসঙ্গে ভিয়েনা কনভেনশন অনুযায়ী যেকোনো মূল্যে বিদেশি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষা করা হবে বলে ঘোষণা করছি।”
বিবৃতিতে আরো বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে ইরাকে এসব দেশ কূটনৈতিক মিশন স্থাপন করেছে। কাজেই ইরাকের জনগণকে সেসব চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং এসব মিশনের নিরাপত্তা বিঘ্ন করা যাবে না।
রোববার রাতে ইরানের মধ্যাঞ্চলীয় ধর্মীয় নগরী কারবালায় ইরানের কনস্যুলেটে বিক্ষোভকারীদের ছদ্মাবরণে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এতে ওই কূটনৈতিক মিশনের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এ সময় বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করতে কনস্যুলেটের নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত কূটনৈতিক পুলিশ এ সময় গুলি চালাতে বাধ্য হয়।#
পার্সটুডে/এমএমআই/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।