ভূমধ্যসাগরে যৌথ নৌ মহড়া চালাচ্ছে রাশিয়া ও সিরিয়া
-
রাশিয়া ও সিরিয়ার যৌথ মহড়া
রাশিয়া এবং সিরিয়ার সামরিক বাহিনী গতকাল (মঙ্গলবার) প্রথমবারের মতো ভূমধ্যসাগরে যৌথ নৌ-মহড়া শুরু করেছে। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এ মহড়া চালানো হচ্ছে।
এতে রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধজাহাজ এবং সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটি থেকে কয়েকটি যুদ্ধবিমান অংশ নিচ্ছে। অন্যদিকে, সিরিয়ার পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র সজ্জিত যুদ্ধজাহাজ এবং মাইন-বিরোধী জাহাজ অংশ নিচ্ছে। রাশিয়ার গণমাধ্যম যৌথ মহড়ার খবর দিয়েছে তবে তা কয়দিন চলবে সে কথা সুস্পষ্টভাবে উল্লেখ করে নি।

রুশ গণমাধ্যমের খবর অনুযায়ী, রাশিয়া এবং সিরিয়ার পক্ষ থেকে দুই হাজারের বেশি সেনা অংশ নেবে এবং এতে অন্তত দশটি যুদ্ধজাহাজ থাকবে। রাশিয়ার নৌবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল আলেকজান্ডার ইউলদাশেভ মহড়ায় নেতৃত্ব দিচ্ছেন।

তিনি জানিয়েছেন, মহড়ায় বেশ কয়েকটি পর্ব থাকবে। নৌবাহিনীর সদস্যরা সমুদ্রে মহড়া চালাচ্ছে; উপকূলে দু দেশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা ইউনিট ড্রোন-বিরোধী লড়াই নিয়ে কাজ করবে। অ্যাডমিরাল ইউলদাশেভ স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে সিরিয়া ও রাশিয়ার মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এ মহড়া চালানো হচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/১৭