উগ্র গোষ্ঠীর সন্ত্রাসবাদের পরিপূরক অর্থনৈতিক সন্ত্রাসবাদ: সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i77075
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল জাফারি বলেছেন, মানবতার বিরুদ্ধে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নৃশংসতা এবং অর্থনৈতিক সন্ত্রাসবাদ একে অপরের পরিপূরক।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ৩০, ২০২০ ২০:০৯ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল জাফারি
    জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল জাফারি

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল জাফারি বলেছেন, মানবতার বিরুদ্ধে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নৃশংসতা এবং অর্থনৈতিক সন্ত্রাসবাদ একে অপরের পরিপূরক।

গতকাল (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার মানবাধিকার পরিস্থিতির বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাশার আল জাফারি বলেন, তার দেশের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর চাপিয়ে দেয়া অর্থনৈতিক সংন্ত্রাসবাদ জাতিসংঘের কালোতালিকাভুক্ত উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নৃশংস কর্মকাণ্ডেরই পরিপূরক। 

বাশার আল জাফারি বলেন, সিরিয়া জনগণের দু:খ-দুর্দশা, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘৃণ্য কর্মকাণ্ড, দখলদার বাহিনী গুলোর নানামুখী পদক্ষেপ এবং একতরফা অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিষয়ে জাতিসংঘের কিছু কর্মকর্তার নিরবতার ব্যাপারে দামেস্ক হতভম্ব হয়েছে। দামেস্কের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাাদের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে বাশার আল জাফারি বলেন, সিরিয়া  জনগণের ওপর যতই চাপ সৃষ্টি করা হোক না কেন দেশের সার্বভৌমত্বের বিষয়ে কখনই আপোস করবে না দামেস্ক।#

পার্সটুডে/এমবিএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।