বাকায়ি: পরমাণু ইস্যু নিয়ে ইস্তাম্বুল বৈঠক ইউরোপীয়দের জন্য বাস্তবতায় ফিরে আসার পরীক্ষা
https://parstoday.ir/bn/news/iran-i150692-বাকায়ি_পরমাণু_ইস্যু_নিয়ে_ইস্তাম্বুল_বৈঠক_ইউরোপীয়দের_জন্য_বাস্তবতায়_ফিরে_আসার_পরীক্ষা
পার্সটুডে - ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি তেহরান এবং তিনটি ইউরোপীয় দেশ ব্রিটেন,ফ্রান্স এবং জার্মানির মধ্যে বৈঠককে ইরানের পারমাণবিক সমস্যা সম্পর্কে এই তিনটি দেশের দৃষ্টিভঙ্গি এবং অবস্থান সংশোধন করার জন্য একটি মূল্যবান সুযোগ হিসাবে আখ্যা দিয়েছেন।
(last modified 2025-07-29T13:25:51+00:00 )
জুলাই ২৬, ২০২৫ ১৫:৪৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্সটুডে - ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি তেহরান এবং তিনটি ইউরোপীয় দেশ ব্রিটেন,ফ্রান্স এবং জার্মানির মধ্যে বৈঠককে ইরানের পারমাণবিক সমস্যা সম্পর্কে এই তিনটি দেশের দৃষ্টিভঙ্গি এবং অবস্থান সংশোধন করার জন্য একটি মূল্যবান সুযোগ হিসাবে আখ্যা দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তুরস্কের ইস্তাম্বুলে তেহরান এবং তিনটি ইউরোপীয় দেশ (ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি) এর মধ্যে শুক্রবারের বৈঠক ইরানের পারমাণবিক সমস্যা সম্পর্কে এই তিনটি দেশের দৃষ্টিভঙ্গি এবং অবস্থান সংশোধন করার জন্য একটি মূল্যবান সুযোগ। পার্সটুডে অনুসারে,বাকায়ি আশা প্রকাশ করেছেন যে এই তিনটি দেশ এই সুযোগটি তাদের পূর্ববর্তী অগঠনমূলক পদ্ধতির ক্ষতিপূরণ করার জন্য ব্যবহার করবে যা ইউরোপের বিশ্বাসযোগ্যতা এবং আলোচনার অবস্থানকে কলঙ্কিত করেছে এবং এটিকে একটি কোনঠাসা খেলোয়াড়ে পরিণত করেছে।

তথাকথিত স্ন্যাপব্যাক প্রক্রিয়া ব্যবহার করার জন্য ইউরোপীয় দেশগুলো বারবার হুমকি সম্পর্কে বাকায়ি বলেছেন,  "নিরাপত্তা পরিষদের এজেন্ডা থেকে ইরানের পারমাণবিক সমস্যা সময়মতো বাদ না দেওয়ার কোনও যুক্তি নেই।" ইতিমধ্যে তিনটি ইউরোপীয় দেশের এই ধরনের ব্যবস্থা গ্রহণের কোনও যোগ্যতা বা অধিকার নেই মূলত জেসিপিওএতে তাদের বাধ্যবাধকতা সম্পর্কে তাদের অবস্থান এবং কর্মকাণ্ডের কারণে।

গত মাসে গাজায় ১,০০০ ফিলিস্তিনি শিশু শহীদ

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে যে গত মাসে (জুন) গাজা উপত্যকায় হামলার সময় শাসকগোষ্ঠীর সেনাবাহিনী প্রায় ১,০০০ ফিলিস্তিনি শিশুকে শহীদ করেছে।

পাকিস্তানের সেনাপ্রধান বেইজিংয়ে চীনা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন

পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির শুক্রবার বেইজিংয়ে উচ্চপদস্থ চীনা রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার এবং ভূ-রাজনৈতিক পরিবর্তনের মুখে পারস্পরিক সমর্থনের প্রতি ইসলামাবাদের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন।

কলম্বিয়ার প্রেসিডেন্টের ইহুদিবাদবিরোধী অবস্থান

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো শুক্রবার ঘোষণা করেছেন যে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তিনি দখলকৃত অঞ্চলের দিকে অগ্রসর হওয়া যেকোনো কয়লা বহনকারী জাহাজ জব্দ করার নির্দেশ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে তার দেশ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের গণহত্যায় সহযোগিতা বা যোগসাজশ করবে না।

সাংহাই মিডিয়া সামিট

সাংহাই সহযোগিতা সংস্থার মিডিয়া এবং থিঙ্ক ট্যাঙ্কস সভা, সদস্য দেশগুলোর মিডিয়া,থিঙ্ক ট্যাঙ্ক এবং বুদ্ধিজীবী প্রতিষ্ঠানের ৪০০ জনেরও বেশি প্রতিনিধি এবং সংলাপ অংশীদারদের অংশগ্রহণে ২৩ থেকে ২৭ জুলাই ২০২৫ পর্যন্ত চীনের হেনান প্রদেশের রাজধানী ঝেংঝোতে অনুষ্ঠিত হচ্ছে। এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য "সাংহাই স্পিরিট" বাস্তবায়নের সাথে সঙ্গতিপূর্ণভাবে মিডিয়া সহযোগিতা জোরদার করা, জনগণের মধ্যে বিনিময় প্রচার করা এবং দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা।

ইরানের নাহিদ ২ যোগাযোগ উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ

রাশিয়ান সয়ুজ লঞ্চার দ্বারা ইরানের নাহিদ ২ গবেষণা ও যোগাযোগ উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল। উৎক্ষেপণটি একটি বহু-উপগ্রহ মিশনের অংশ ছিল যার মধ্যে রাশিয়ার ইউনিস্ফিয়ার এম-৩ এবং এম-৪ উপগ্রহ এবং ইরান সহ বিভিন্ন দেশের ১৮টি অন্যান্য উপগ্রহ অন্তর্ভুক্ত ছিল।

গাজায় গণহত্যার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ

ইরান, ইয়েমেন, মার্কিন যুক্তরাষ্ট্র, লেবানন ইত্যাদি সহ বিশ্বের বিভিন্ন স্থানে গাজায় গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা ঘটে এবং বিক্ষোভকারীরা এই অঞ্চলে মানবিক সাহায্য প্রবেশের দাবি জানায়। মানবাধিকার সংস্থাগুলো গাজার মানবিক পরিস্থিতির অবনতি সম্পর্কে সতর্ক করার সময় এই বিশ্বব্যাপী বিক্ষোভ অব্যাহত রয়েছে।

লেবাননের কর্মী: প্রতিরোধকে আরও তীব্র করতে হবে

লেবাননের কর্মী জর্জ আবদুল্লাহ,যিনি ৪১ বছর পর ফ্রান্সের কারাগার থেকে মুক্তি পেয়ে লেবাননে ফিরে এসেছেন শুক্রবার প্রতিরোধকে আরো তীব্র করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন,  ফিলিস্তিনে প্রতিরোধকে প্রজ্বলিত করতে হবে। এটা লজ্জাজনক যে আরব দেশগুলো ফিলিস্তিনি এবং গাজার বাসিন্দাদের দুর্দশার দর্শক।

১২ দিনের যুদ্ধে ইরানের জয়ের তিনটি প্রধান কারণ

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি বৃহস্পতিবার রাতে বলেছেন,  ঐক্য,নেতৃত্বের বিচক্ষণতা এবং জাতির দৃঢ়তা ছিল ১২ দিনের যুদ্ধে ইসলামী প্রজাতন্ত্রের জয়ের তিনটি প্রধান কারণ; এমন একটি যুদ্ধ যা ইসলামী শাসনব্যবস্থা উৎখাতের লক্ষ্যে শুরু হয়েছিল কিন্তু ইহুদিবাদী এবং তাদের বিশ্বব্যাপী সমর্থকদের অপমানজনক পরাজয়ের মাধ্যমে শেষ হয়েছিল।

ইয়েমেন: পশ্চিমাদের জন্য আমাদের অনেক বিস্ময় রয়েছে

ইয়েমেনি শুরা কাউন্সিলের প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া মোহাম্মদ আল-মাহদি শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের দ্বারা দেশটির প্রতি হুমকির কথা উল্লেখ করে বলেছেন: যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ তাদের সামরিক উত্তেজনায় ফিরে আসে তাহলে ইয়েমেন তাদের জন্য যে পরিকল্পনা প্রস্তুত করেছে তাতে তারা অবাক হবে। ইয়েমেন আজ একটি শক্তিতে পরিণত হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের সর্বশেষ অস্ত্র প্রতিরোধ করার জন্য অনেক সরঞ্জাম রয়েছে এবং তাদের জন্য অনেক বিস্ময় প্রস্তুত করেছে। ঠিক যেমন তারা বিশ্বের চোখের সামনে লোহিত সাগরে বিস্মিত হয়েছিল,এবং বিশ্ব দেখেছিল কিভাবে ২৪ ঘন্টার মধ্যে তাদের দুটি জাহাজ ডুবে গেছে, এবং উদ্ধারকারী দল এবং বৃহৎ জাহাজ এবং বিমানবাহী জাহাজ যা প্রধান সরকারগুলোর হাতে রয়েছে তারা এই জাহাজগুলোকে বাঁচাতে ব্যর্থ হয়েছে। অতএব ভবিষ্যতে আমেরিকা যদি ইয়েমেন আক্রমণ করতে চায় তবে তাদেরকে আরো বিস্ময়ের মুখোমুখি হতে হবে।#

পার্সটুডে/এমবিএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।